৩১ মে'র পরে আর সাধারন ছুটি বাড়বে না || সীমিত আকারে খুলবে দোকান-পাট শপিংমল
খুলনার খবর২৪|| প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে চলমান সাধারণ ছুটি আর বাড়ছে না। দীর্ঘ ৬৭ দিন বন্ধ থাকার পর আগামী ৩১ মে থেকে স্বাস্থ্যবিধিসহ কিছু নিয়ম মানা সাপেক্ষে খুলছে সরকারি অফিস,দোকানপাট,শপিংমলসহ গনপরিবহন।গতকাল বুধবার (২৭ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বয়স্ক, অসুস্থ ও গর্ভবতী নারীরা আপাতত অফিসে আসবেন না, গণপরিবহনও বন্ধ থাকবে ৩১মে পর্যন্ত।তবে আগামী ১৫ জুন পর্যন্ত স্কুল, কলেজ বন্ধ থাকবে।তবে স্বাস্থ্যবিধি মেনে গনপরিবহন চালানো যাবে।আর দোকানপাট খোলা রাখা যাবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।এই নির্দেশ চলবে পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত।
No comments
please do not enter any spam link in the comment box.