Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনা মেডিকেল কলেজের ল্যাব টেস্টে আরও তিনজনের করোনা ভাইরাস সনাক্ত|| খুলনার খবর

    খুলনা মেডিকেল কলেজের ল্যাব টেস্টে আরও তিনজনের করোনা ভাইরাস সনাক্ত

    খুলনার খবর||খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে আরও তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।তবে আক্রান্তদের কেউই খুলনার নন। গতকাল বুধবার রাতে তাদের নমুনা পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ।

    গতকাল বুধবার (১৩মে) খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।এর মধ্যে খুলনা জেলার ৩৬টি নমুনা ছিল। এদের মধ্যে তিনজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্ত তিনজনই পুরুষ। আক্রান্তদের মধ্যে একজন যশোর জেলার বাসিন্দা, অপর একজন বাগেরহাট জেলার বাসিন্দা ও আরেকজন নড়াইলের বাসিন্দা।

     এসম তিনি আরও জানান,গত মঙ্গলবার (১২মে) খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়া সোনাডাঙ্গা থানাধীন শান্তিনগর এলাকার ওয়াসিউল করিম এর সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের করোনা পরীক্ষার রিপোর্ট আজ ১৪মে বৃহস্পতিবার পাওয়া যাবে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad