যশোরের মনিরামপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত || খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| যশোরের মনিরামপুর উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রুবেল ইসলাম শাওন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
গতকাল শনিবার রাতে উপজেলার রাজগঞ্জ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।তবে র্যাবের দাবি, নিহত রুবেল মাদক ব্যবসায়ী ছিলেন।
র্যাবের দায়েরকৃত এজহারের বরাত দিয়ে মনিরামপুর থানার এসআই দেবাশীষ মণ্ডল জানান, র্যাব-৬, যশোরের একটি দল রাজগঞ্জ এলাকায় টহলে ছিলেন। শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সেখানে একদল মাদক কারবারি মাদক কেনাবেচা করছে।এমন খবরের ভিত্তিতে অভিযান চালনা করা হলে র্যাবের দলটিকে লক্ষ্য করে মাদক কারবারিরা গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে।পরে ঘটনাস্থলে রুবেল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।এবং অন্যরা পালিয়ে যায়।
পরে রুবেলকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মনিরামপুর থানার ওসি জানান, এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে একটি এজাহার করা হয়েছে। নিহত রুবেল ইসলামের বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে বলেও জানান ওসি।
No comments
please do not enter any spam link in the comment box.