Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনায় এলপি গ্যাসের দাম আবারও বৃদ্ধি || প্রতি সিলিন্ডারে বেড়েছে ৮০ থেকে ১০০ টাকা


    খুলনার খবর২৪||খুলনায় এলপি গ্যাসের দাম আরও এক দফা বৃদ্ধি পেয়েছে। সিলিন্ডার প্রতি দাম বেড়েছে অন্তত ৮০ থেকে ১০০ টাকা।

    জানা গেছে, মে মাসের শুরুতেই এলপি গ্যাসের দাম বাড়িয়েছে কোম্পানি ও পরিবেশকরা। খুলনার বাজারে ১২ কেজি ওজনের গ্যাসভর্তি সিলিন্ডার বিক্রি হচ্ছে ৯৫০ থেকে এক হাজার টাকায়। ডিসেম্বর মাসে যার দাম ছিল ৯০০ টাকা।সরবরাহকারিরা বলেছেন, কোম্পানীগুলো আন্তর্জাতিক বাজারে কাঁচামালের চাহিদা বেশি থাকায় অধিক মূল্যে ক্রয় করতে হচ্ছে তাই মূল্য বৃদ্ধি পেয়েছে।

    নগরীর সিমেট্রি রোডের ব্যবসায়ী জুয়েল এন্টারপ্রাইজের  বিক্রেতা সাদ্দাম জানান, খুলনায় বেশি বিক্রি হয় বসুন্ধরা, যমুনা, ওমেরা, ক্লিনহিট, টোটাল, লাফস ও বেক্সিমকো এলপি গ্যাস। এর মধ্যে ক্লিনহিট, বিএম ও ওমেরাসহ সব কোম্পানীই গ্যাসের দাম বাড়িয়েছে।

    এর আগে গেল বছরের নভেম্বরের মাঝামাঝিতে সিলিন্ডার প্রতি একশ’ টাকা, তার আগে গত ৭ মার্চ বৃদ্ধি পেয়েছিল সাত শতাংশ, ২০১৮ সালেও তিন দফায় গ্যাসের দাম বাড়ে। ব্যবসায়ীরা জানান, বৃহত্তর খুলনা অঞ্চলে পাইপ লাইনে প্রাকৃতিক গ্যাস সরবরাহ না থাকায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বোতলজাত এলপি গ্যাসের ওপর নির্ভরশীল। বিপুল এ চাহিদার কথা মাথায় রেখে এ অঞ্চলের একাধিক প্রাইভেট কোম্পানি গড়ে উঠেছে। প্রতিযোগিতা থাকায় এলপি গ্যাসরে দাম কম হওয়ার কথা। কিন্তু প্রতিনিয়ত দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ গ্রাহকরা।

    করোনা সংক্রমনের মধ্যে গত দেড় মাস ধরেই মানুষ ঘরবন্দি।অনেকেরই আয়ের পথ বন্ধ হয়ে গেছে। কোন মতে দিন পার করছে মানুষ। এর মধ্যে নিত্য পন্য হিসেবে পরিচিত গ্যাসের মূল্য বৃদ্ধি হলে নিম্ন আয়ের মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়। এমন অবস্থায় সরকারের উর্দ্ধতন মহলের কঠোর হস্তক্ষেপের দাবি জানান।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad