আজ দুপুর নাগাদ আঘাত হানতে পারে ঘূর্নিঝড় আম্ফান || খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| খুুুুুলনার উপকূলীয় এলাকায় ইতোমধ্যে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে।গতকাল মঙ্গলবার ১৯মে রাত ২টা থেকে ঝড়বৃষ্টি শুরু হয়। একই সঙ্গে উপকূলীয় এলাকায় নদীতে ঢেউ ও পানি বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ।
মোংলা উপজেলার বাসিন্দা সুজন জানান, গতকাল দুপুর থেকে প্রচুর ঝড়বৃষ্টি শুরু হয়েছে।এতে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত এই অঞ্চলের মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়নি।এবং অনেকে ঘর বাড়ি ছেড়ে যাননি। ঝড়বৃষ্টি শুরু হওয়ায় মানুষদের আশ্রয়কেন্দ্রে নিতে বেগ পেতে হচ্ছে।
ইতোমধ্যে অনেকেই নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে গিয়েছে। দুর্যোগ পরবর্তী সময়ের জন্য উদ্ধারকাজে সহায়তা করতে সেনাবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস, কোস্টগার্ডের দল প্রস্তুত আছে। মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়েছে।
আবহাওয়া অধিদফতরের মতে, আজ বুধবার দুপুর নাগাদ বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। তখন গতিবেগ থাকবে প্রতি ঘণ্টায় ১৪০-১৬০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের সঙ্গে উপকূলে ৫-১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.