খুলনার ডুমুরিয়া উপজেলায় প্রথম করোনা রোগী সনাক্ত || উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বাড়ি লকডাউন
খুলনার খবর২৪||অমিত আকুঞ্জী|| খুলনা জেলার ডুমুরিয়া থানার ২নং রঘুনাথপুর ইউনিয়ন এর আন্দুলিয়া গ্রামে লিমা খাতুন (৩২) নামে একজন করোনা পজেটিভ সনাক্ত হয়েছে।লিমা খাতুন ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়া গ্রামে নোয়াবালি আকুন্জীর মেয়ে।
জানা গেছে,আক্রান্ত লিমা খাতুন করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রনালয়ের সিনিয়র ষ্টাফ নার্স নিয়োগে তিনি সুপারিশ প্রাপ্ত হয়ে ঢাকা থেকে গত ১১মে ২০২০ইং তারিখে খুলনা মেডিকেল হাসপাতালে যেগদান করেন এবং এ সময় খুলনা মেডিকেল কলেজ কতৃপক্ষ তার করোনা টেস্ট করায়। এবং গতকাল সোমবার ১৮মে তার রিপোর্ট করোনা পজিটিভ আসে।
এই খবর শোনার পর ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা শাহনাজ বেগম লিমা খাতুনের ডুমুরিয়া বাড়িতে যান এবং তার খোঁজ খবর করেন।এসময় তিনি করোনা আক্রান্ত লিমা খাতুনকে কিছু দিক-নির্দেশনাও দেন।এসময় তার সাথে উপস্থিত ছিলেন,ডুমুরিয়া থানা ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব,২নং রঘুনাথ পুর ইউনিয়নের চেয়ারম্যান খান শাকুরউদ্দিন, ডুমুরিয়া প্রেসক্লাব সভাপতি আনোয়ার হোসেন আকুন্জীসহ আরো অনেকে,এসময় তার বাড়িটিকে লকডাউন করে দেন।
No comments
please do not enter any spam link in the comment box.