নওয়াপাড়ায় জুট মিল শ্রমিক আতাই হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| নওয়াপাড়ায় জুট মিল শ্রমিক শেখ আতিয়ার রহমান ওরফে আতাই হত্যা মামলার আসামি তারেক কাজী (২৪) ও শামিমকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার বিকালে ও সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে পলাতক এই দুই আসামিকে গ্রেপ্তার করে অভয়নগর থানা পুলিশ।গতকাল শনিবার ১৬মে তাদের আদালতে প্রেরণ করা হয়।
মামলার বিবরনীতে জানা যায়, গত ১১ মে সোমবার সন্ধ্যায় নওয়াপাড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের রাজঘাট মোয়াল্লেমতলা এলাকায় মিল শ্রমিক শেখ আতিয়ার রহমান ওরফে আতাইকে (৫৭) তাঁর নিজ বাড়ির সামনে কুপিয়ে আহত করে চিহ্নিত সন্ত্রাসীরা।আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথিমধ্যেই তিনি মারা যান। পরে নিহতের স্ত্রী বাদি হয়ে মোয়াল্লেমতলা এলাকার লিমন, তারেক কাজী, শামিম, মুন্না সহ কয়েকজনের নামে অভয়নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রহমান জানান, জুট মিল শ্রমিক আতাই হত্যাকান্ডের ৩নং ও ৫নং আসামি এলাকায় এসেছে এমন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার বিকালে মোয়াল্লেমতলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় মামলার ৫নং আসামি শামিমকে গ্রেপ্তার করা হয়। শামিমের জানানো তথ্যমতে ঐদিনই সন্ধ্যায় পৌরসভার ২নং ওয়ার্ডের মশরহাটী গ্রামে অভিযান চালিয়ে ৩নং আসামি তারেক কাজীকেও গ্রেপ্তার করা হয়।এবং গতকাল শনিবার ১৬মে তাদের আদালতে প্রেরণ করা হয়।বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.