ঝিনাইদহে ত্রাণের দাবিতে ইউনিয়ন পরিষদ ঘেরাও || ত্রাণবঞ্চিতরা মারধর করলেন চেয়ারম্যানকে
ছবি সংগৃহীত |
স্থানীয় বিক্ষোভকারীরা জানায়, গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে পাগলা কানাই ইউনিয়নের বাড়িবাথান, ফকিরাবাদ ও রাজাপুর গ্রামের কয়েক’শ নারী পুরুষ মিলে আমরা ইউনিয়ন পরিষদের সামনে ত্রাণের দাবিতে বিক্ষোভ করি।আমাদের কাছ থেকে ভোটার আইডি কার্ড নেয় কিন্তু কোন ত্রাণ সহায়তা দেয় না। বিক্ষোভ শুরু হওয়ার পর চেয়ারম্যান কে এম নজরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছায়।আমরা ত্রাণের দাবী করলে তর্ক-বিতর্কের এক পর্যায়ে চেয়ারম্যান বিক্ষোভকারী এক নারীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়।
এসময় উপস্থিত বিক্ষোভকারীরা ক্ষিপ্ত হয়ে উঠে। এবং চেয়ারম্যানের উপর হামলা করে মারপিট শুরু করে।চেয়ারম্যান দৌঁড়ে ইউনিয়ন পরিষদের ভিতরে ঢুকে যায়। চেয়ারম্যানের সাথে থাকা লোকজন তাকে ইউনিয়ন পরিষদের ভিতরে নিয়ে রক্ষা করে।
চেয়ারম্যানের দাবী, ঘটনাটি ষড়যন্ত্রমুলক এখন পর্যন্ত সরকারি ভাবে ১০ টন চাউল বরাদ্ধ পেয়েছি।সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বর ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে তালিকা করে সুষ্ঠুভাবে বন্টনও করা হয়েছে। এরপরও বাড়িবাথান, ফকিরাবাদ ও রাজাপুর গ্রামের ৫’শ পরিবারের জন্য উপজেলা পরিষদ থেকেও বরাদ্ধ করা হয়েছে।তারপরও পুর্বপরিকল্পিতভাবে আমার উপর হামলা চালানো হয়।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনার সংবাদ শুনে ঘটনাস্থলে গিয়ে তাদের ত্রাণ দেওয়ার জন্য আশ্বস্থ করার পর তারা চলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.