খুলনার সকল মার্কেট গুলোতে উপচে পড়া ভিড় || স্বাস্থ্যবিধি মানছেন না কেউ
খুলনার খবর২৪|| করোনা পরিস্থিতির কারনে প্রায় দেড় মাসেরও বেশি সময় মার্কেট,শপিংমল,দোকানপাট সব বন্ধ থাকার পর গতকাল থেকে ঈদ উপলক্ষে নগরীর মার্কেটগুলো খুলেছে। সীমিত পরিসরে মার্কেট চালুর কথা থাকলেও কেউই নিয়ম নীতি মানছেন না।মানছেন না দোকান খোলার শর্তও।
গতকাল নগরির ডাকবাংলায় অবস্থিত মার্কেটগুলোয় ছিলো উপচে পড়া ভিড়।মানুষের নিজেরাই স্বাস্থ্যবিধি মানছেন না। সকালের দিকে ক্রেতাদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মার্কেটে ক্রেতাদের ঢল নামতে শুরু করে।সরেজমিনে নগরীর ডাকবাংলা মার্কেট ঘুরে দেখা যায়, চালু হওয়া বিপণীগুলোতে ভিড় করছেন ক্রেতারা। স্বাস্থ্যবিধি না মেনে দোকানি ও কর্মচারীরা ক্রেতাদের পণ্য দেখাচ্ছেন। নিয়মনীতি না মেনে প্রতিমার্কেটের প্রবেশপথ দিয়ে গাদাগাদি করে ঢুকছেন ক্রেতারা। নিরাপদ দূরত্ব বজায় তো দূরের কথা, অনেকের মুখে নেই মাস্কও। নিরাপত্তার স্বার্থে মার্কেটের গেটে নাম মাত্র হাত ধোঁয়ার ব্যবস্থা থাকলেও সেদিকে ভ্রুক্ষেপ নেই কারো।
ক্রেতা রবিউল ইসলাম দৌলতপুরের বাসিন্দা তিনি বলেন, বেশিরভাগ দোকানেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।নেই হ্যান্ড ওয়াশ বা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা।আমি যে দোকানে গিয়েছি সেই দোকানদারদের মুখেও মাস্ক নেই। সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। এভাবে চলতে থাকলে খুলনার অবস্থা খারাপের দিকে যাবেই।
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, খুলনায় মার্কেট খোলা রাখার বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সেই অনুযায়ী চলতে হবে। ঢাকা, চট্টগ্রাম, সিলেটে মার্কেট বন্ধ থাকলেও খুলনার ব্যবসায়ীরা মার্কেট চালু রাখতে আগ্রহী।তবে স্বাস্থ্য বিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে মার্কেট খোলা রাখতে হবে। ইতোমধ্যে খুলনার নিউমার্কেটে সকল দোকান বন্ধ ঘোষণা করা হয়েছে।বিধি অমান্যকারি দোকান বা প্রতিষ্ঠানকে জরিমানা অথবা বন্ধ করে দেওয়া হবে।
No comments
please do not enter any spam link in the comment box.