কুষ্টিয়ার খোকসার প্রায় ৫৫ মিটার শহর রক্ষা বাঁধ নদীগর্ভে বিলীন-খুলনার খবর
আশরাফুল ইসলাম,খোকসা ,কুষ্টিয়া// কুষ্টিয়ার খোকসা কালীবাড়ি সংলগ্ন গড়াই নদীতে আকষ্মিক ভাঙ্গন দেখা দিয়েছে। এতে প্রায় ৫০ থেকে ৬০ মিটার শহর রক্ষা বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদী ভাঙ্গনে হুমকীর মুখে পড়েছে খোকসা কেন্দ্রীয় মহাশ্মশান,কালীবাড়ি, পানি নিষ্কাশনের প্রধান ড্রেনসহ গড়াই নদীর তীরে বসবাসকারী ছিন্নমূল ভুমিহীনদের কয়েক’শ বসত বাড়ি।
গতকাল সোমবার সন্ধায় হঠাৎ করে গড়াই নদীর কালীবাড়ি ঘাট সংলগ্ন এলাকার শহর রক্ষার বাঁধ ধ্বসে যায়। এবং তার অল্প সময়ের মধ্যেই খান স‘মিলের আঙ্গিনার প্রায় একশ ফুট জমি ভেঙ্গে নদী গর্ভে চলে যায়। এসময় স মিলে রাখা ব্যবসায়ীদের কাঠের গুঁড়ি নদীতে ভেসে যায়। তবে ওই রাতেই স’মিলটির যন্ত্রপাতি সরিয়ে নেওয়া হয়েছে।
খোকসা কালীমন্দির কমিটির সভাপতি সুপ্রভাত মালাকার বলেন, প্রায় দশ বছর আগে ওই একই জায়গায় হঠাৎ ভাঙ্গনের শুরু হয়। সরকারী উদ্যোগে ভাঙ্গনরোধে শহর রক্ষা বাঁধ নির্মান করা হয়। তবে কেন্দ্রীয় মহাশ্মশানের কাছাকাছি ভাঙ্গন চলে আসায় তারাও শঙ্কিত। এসময় তিনি ভাঙ্গনরোধে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
এ বিষয়ে খোকসা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেজবাহ্ উদ্দীন জানান, কালীবাড়ি এলাকার ভাঙ্গনের বিষয়ে পানি উন্নয়নে বোর্ডের নির্বাহী প্রকৌশলী এর সাথের যোগাযোগ করা হয়েছে। দ্রুতই যথাযথ ব্যাবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।
No comments
please do not enter any spam link in the comment box.