খুলনায় ৮টি কোয়ারেন্টাইন সেন্টারে ভারত ফেরত ১৪৯ জন-খুলনার খবর
খুলনার খবর|| ভারত থেকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আসা ১৪৯ জনকে খুলনার ৮টি কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে। গতকাল সোমবার (৩ মে) খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,গতকাল দুপুর পর্যন্ত খুলনায় ১৪৯ জনকে পাওয়া গেছে। তাদের হোটেল ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান মিলিয়ে ৮টি স্থানে রাখা হয়েছে। কারও শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়ার পরিকল্পনা রয়েছে।
ভারতে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ায় গত ২৬ এপ্রিল সীমান্তে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ সরকার। এরপর ভারত থেকে বাংলাদেশে আসা যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার জন্য যশোর ও বেনাপোলের ২৯টি হোটেলকে নির্দিষ্ট করা হয়েছে।সেখানে জায়গা সংকুলান না হওয়া বাড়তি চাপ সামলাতে খুলনার এই সেন্টার গুলোতে এনে রাখা হয়েছে।এছাড়াও সাতক্ষীরা, ঝিনাইদহ ও নড়াইলের হোটেলগুলোও কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.