Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    আজ নওয়াপাড়া পৌরসভার নির্বাচন

    প্রনয় দাস, অভয়নগর উপজেলা প্রতিনিধি // বিএনপি এ নির্বাচনে অংশ না নিলেও জমে উঠেছে যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌরসভা নির্বাচন। পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে অলিগলি। নোয়াপাড়া পৌরবাসী আজ ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত করবে তাদের পৌর পিতা ও স্থানীয় প্রতিনিধি।

    এর আগে করোনা পরিস্থিতির কারনে দুবার নির্বাচনি তারিখ পরিবর্তন করা হয়।পূর্ব ঘোষিত তফশিল মোতাবেক এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৩ জন মেয়র, ১১জন সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ও ৫৫ জন সাধারন কাউন্সিলর।

    মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন আ.লীগের প্রার্থী সুশান্ত কুমার দাস শান্ত (নৌকা) , ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রার্থী এইচ এম মহসিন(হাতপাখা), ও জাতীয় পার্টির প্রার্থী মো; আলমগীর হোসেন ফারাজী(লাঙ্গল)।

    সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রাথীর মধ্যে রয়েছেন ১,২ ও ৩ ওয়ার্ডে মহাকাল গ্রামের বাসিন্দা রত্না বেগম, আমডাঙ্গা গ্রামের আসমা বেগম, লক্ষীপুর গ্রামের শামছুন্নাহার, ধোপাদী গ্রামের রোকেয়া বেগম,

    ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে গুয়াখোলা গ্রামের সুলতানা আরেফা,নওয়াপাড়া গ্রামের শিরিনা বেগম,গুয়াখোলা গ্রামের রুকসি বেগম, বুইকারা গ্রামের তহমিনা বেগম

    ৭,৮ও ৯ নং ওয়ার্ডে একতারপুর গ্রামের রশিদা বেগম, রাজঘাট গ্রামের লাবনী আক্তার, ও দুর্গাপুর গ্রামের জাহানারা বেগম। মোট ১১ জন প্রার্থী।


    ওয়ার্ড ভিত্তিক কেন্দ্র ভোটার ও প্রার্থীঃ

    ১ নং ওয়ার্ড থেকে আব্দুল গফ্ফার বিশ্বাস, আব্দুল হামিদ মোল্যা, নূর ইসলাম, আলতাপ হোসেন,বিপ্লব হোসেন মোল্যা, আবুল হোসেন, তানভীর হোসেন তনু। তাছাড়া ১ নং ওয়ার্ডের কেন্দ্র গুলো হলো মহাকাল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ, মহাকাল (পূর্ব পার্শ্বের দ্বিতলা ভবন), ভোটার সংখ্যা ২৩৩৫ জন। মহাকাল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ, মহাকাল (উত্তর পার্শ্বের দ্বিতল ভবন, ২য় তলা) ভোটার সংখ্যা ২১৩৩ জন, মহাকাল উচ্চ বিদ্যালয় ও কলেজ, মহাকাল ( উত্তর পার্শ্বের দ্বিতল ভবন, নিচতলা) ভোটার সংখ্যা ২২০৬ জন।

    ২ নং ওয়ার্ড থেকে মোস্তফা কামাল, পিতা: তৈয়ব আলী, মোস্তফা কামাল পিতা: গোলাম কুদ্দুস, সিরাজুল ইসলাম, নাসির উদ্দিন মোল্যা, শেখ ওয়াদুদ। আহম্মদ আলী সরদার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মশরহাটি, ভোটার সংখ্যা১৯৪৯ জন। আহম্মদ আলী সরদার মাধ্যমিক বিদ্যালয়, ভোটার সংখ্যা ২০৮৬ জন। নোয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াপাড়া উত্তর ভোটার সংখ্যা ১৭২৬ জন।

    ৩ নং ওয়ার্ড থেকে আব্দুর রউফ মোল্যা, রফিকুল ইসলাম মজুমদার, তালিম হোসেন, মফিজুর রহমান, জাকির হোসেন ও মতিয়ার রহমান মজুমদার।এর মধ্যে সম্প্রতি আব্দুর রউফ মোল্যা,তালিম হোসেন কে সমার্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন।ধোপাদী দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়( উত্তর-পূর্ব) ভোটার সংখ্যা ২৩৯০ জন, ধোপাদী মাধ্যমিক বিদ্যালয় দক্ষিণ অংশ ধোপাদী( উত্তর-পূর্ব) ভোটার সংখ্যা ২১৯২ জন, ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়, উত্তর অংশ, ধোপাদী( উত্তর-পূর্ব) ভোটার সংখ্যা ২১৩৩ জন।

    ৪ নং ওয়ার্ড থেকে মেহেদী হাসান, আব্দুল মালেক হাওলাদার, আজিম শেখ, আব্দুস ছালাম ও জিয়া উদ্দিন।নওয়াপাড়া মডেল কলেজ( উত্তর অংশ, ৪র্থ তলা ভবন) নওয়াপাড়া দক্ষিণ ভোটার সংখ্যা, ২০৯৬ জন, নওয়াপাড়া মডেল কলেজ( পশ্চিম অংশ ২য় তলা ভবন) নওয়াপাড়া দক্ষিণ ভোটার সংখ্যা ২০৯৪ জন। শহীদ নজিবর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নওয়াপাড়া দক্ষিণ ভোটার সংখ্যা ২১৮০ জন, নওয়াপাড়া হিজবুল্লাহর দাখিল মাদ্রাসা, নওয়াপাড়া দক্ষিণ ভোটার সংখ্যা ২১৭৪ জন।

    ৫ নং ওয়ার্ড থেকে আকতার উদ্দিন,মশিয়ার রহমান,মিজানুর রহমান মোল্য, আমির হোসেন গোলদার।

    নওয়াপাড়া মডেল কলেজ( উত্তর অংশ, ৪র্থ তলা ভবন) নওয়াপাড়া দক্ষিণ ভোটার সংখ্যা, ২০৯৬ জন, নওয়াপাড়া মডেল কলেজ( পশ্চিম অংশ ২য় তলা ভবন) নওয়াপাড়া দক্ষিণ ভোটার সংখ্যা ২০৯৪ জন। শহীদ নজিবর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নওয়াপাড়া দক্ষিণ ভোটার সংখ্যা ২১৮০ জন, নওয়াপাড়া হিজবুল্লাহর দাখিল মাদ্রাসা, নওয়াপাড়া দক্ষিণ ভোটার সংখ্যা ২১৭৪ জন।

    ৬ নং ওয়ার্ড থেকে লুৎফর রহমান বিশ্বাস, এম সামাদ খান, মো: মোকারম সেখ, বায়জিদ হোসেন. ইমরান সরোয়ার, সম্রাট হোসেন বাবু, মোস্তাক হোসেন. জাহাঙ্গীর হোসেন।নওয়াপাড়া মহিলা কলেজ গুয়াখোলা দক্ষিণ ভোটার সংখ্যা ২২৬১ জন, নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয়, গুয়াখোলা দক্ষিণ ভোটার সংখ্যা ২১৯৫ জন, নওয়াপাড়া শংকরপাশা সরকারী মাধ্যমিক বিদ্যালয় ( মূল ভবন), গুয়াখোলা দক্ষিণ ভোটার সংখ্যা ২৪১৭ জন, নওয়াপাড়া শংকরপাশা সরকারী মাধ্যমিক বিদ্যালয় (নতুন ভবন) গুয়াখোলা দক্ষিণ ভোটার সংখ্যা ২৩৯৯ জন।

    ৭ নং ওয়ার্ড থেকে আব্দুল মাজেদ মুন্সি, বুলবুল আহমেদ হান্নান, জিয়াউল ইসলাম, আকরাম হোসেন, সাগর গাজী, সরদার মশিয়ার রহমান, জুবায়ের বিশ্বাস, মোজাফ্ফার হোসেন, রিফাদ হোসেন।সিরাজকাটি দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, সিরাজকাটি ভোটার সংখ্যা ২৭৮৯ জন, একতারপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, একতারপুর পূর্ব ভোটার সংখ্যা ১৫২৮ জন, একতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, একতারপুর পূর্ব ভোটার সংখ্যা ১৫৪৬ জন।

    ৮ নং থেকে মুজিবর রহমান, রজিবুল ইসলাম, আসাদ বিশ্বাস, বিপুল শেখ, আয়েতুল্লা খোমেনী।জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাফরপুর ভোটার সংখ্যা ২০২২ জন, গাজীপুর রাউফিয়া কামিল মাদ্রাসা, গাজীপুর উত্তর ভোটার সংখ্যা ২৩০৬ জন, সাভারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাভারপাড়া উত্তর ভোটার সংখ্যা ১৯০১ জনঅ

    ৯ নং ওয়ার্ড থেকে আব্দুল গফ্ফার তরফদার, সমসের আলম, খায়রুল সরদার, ইনামুল হক, শফিকুল ইসলাম ও মিজানুর রহমান। মোট সাধারণ কাউন্সিলর প্রাথী ৫৪ জন।রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয়, রাজঘাট উত্তর ভোটার সংখ্যা ২১৭৮ জন, রাজঘাট জাফরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, রাজঘাট উত্তর ভোটার সংখ্যা ২০৮৩ জন।

    উল্লেখ্য, আজ ২০ সেপ্টেম্বর নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে ৩০ টি ভোট কেন্দ্রের ৮৮ টি বুথে ৬৩ হাজার ১শ’ ৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad