Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    ডুমুরিয়ায় প্রশিক্ষণ গ্রহণকারী নারীদের সনদপত্র ও ভাতা বিতরণ

    মোঃ ইনামুল শেখ, ডুমুরিয়া (প্রতিনিধি) // ডুমুরিয়ায় উপকূলীয় অঞ্চলের নারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ ভাতা ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ে আয়োজিত ১৫ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার সমাপনি অনুষ্ঠানে ভার্স্যুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যদেন কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব(এডমিন) ওয়াহিদা আক্তার।

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যদেন খুলনার মহিলা বিষয়ক দপ্তরের উপ-পরিচালক হাসনা হেনা, কলেজ অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার,এস,কে মুনির আহম্মেদ,প্রকল্পের বাস্তবায়ন সংস্থা খুলনার দীঘলিয়ার বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সিইও নারগিস ফাতেমা জামিন, সংগঠনের সভাপতি নাহিদা আক্তার বীনা প্রমূখ।

    সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম কাজল।

    অনুষ্ঠানে জানানো হয় নারী ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের তত্বাবধায়নে এবং বীর মুক্তিযোদ্ধা নজির আহমেদ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের বাস্তবায়নে ডুমুরিয়া উপজেলার তৃণমূল পর্যায়ের ৫৫০ জন নারীকে মৎস্য চাষ,হাস মুরগি পালন, স্যানেটারী ন্যাপকিন তৈয়ারী,ব্লক বাটিক ও দর্জি বিজ্ঞান, পাট ও পাটজাত পণ্যের ব্যবহার এবং কাগজের ঠোংগা তৈরী কাজে গত ০৬-২১ তারিখ পর্যন্ত ১৫ দিনব্যাপি প্রশিক্ষণ দেয়া হয়েছে। শেষে অতিথি বৃন্দ প্রশিক্ষণার্থীদের মাঝে প্রতিজনকে ১ হাজার ৫শ’ টাকা প্রশিক্ষণ ভাতা ও সনদ পত্র বিতরণ করেন

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad