খুলনায় তথ্যমন্ত্রীর আগমন উপলক্ষে ফুলেল শুভেচছা জানায় খুলনা সাংস্কৃতিক উন্নয়ন পরিষদ
নিজস্ব প্রতিবেদক// খুলনা সার্কিট হাউসে মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাছান মাহমুদের খুলনায় আগমন উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন খুলনা সাংস্কৃতিক উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ এসময় আরো বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে মন্ত্রী কে স্বাগত জানান এবং খুলনায় পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র চালুর দাবিতে সাংস্কৃতিক কর্মীরা মন্ত্রীর কাছে আবেদন জানান এবং মাননীয় মেয়র মহোদয়ের দেওয়া ডিও নিয়েও আলোচনা করেন এসময় খুলনার নাট্য নিকেতন এর নেতৃবৃন্দ।
শত বছরের প্রাচীনতম এই সংগঠনের সংক্ষিপ্ত ইতিহাসের একটি বই মন্ত্রীমহোদয়ের হাতে তুলে দেন এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাননীয় জেলা প্রশাসক মো মনিরুজ্জামান তালুকদার, মাননীয় মেয়র খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান বাবলু ,কামরুল ইসলাম বাবলু,শেখ আবদুস সালাম, এম এম জাফর ইকবাল, মোঃ শহিদুল ইসলাম রাজু, এনামুল হক বাচ্চু, শেখ সিরাজুল ইসলাম, অসীম কুমার বৈদ্য ,নেয়ামুল হোসেন কচি, উৎপল কর্মকার, তরিকুল ইসলাম ,এডভোকেট হেমন্ত সরকার সহ আরো অনেক সাংস্কৃতিক কর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
No comments
please do not enter any spam link in the comment box.