Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনায় ১ অক্টোবর হতে তিনদিন বন্ধ থাকবে প্রিপেইট মিটারে টাকা রিচার্জের ভেন্ডিং কার্যক্রম

    খুলনার খবর// খুলনায় বিদ্যুতের প্রিপেইড মিটারের গ্রাহকদের রিচার্জের জন্য স্থাপিত ভেন্ডিং স্টেশন এবং সকল ধরনের মোবাইল ভেন্ডিং তিনদিন বন্ধ থাকবে।

    গতকাল রোববার (২৬ সেপ্টেম্বর) রাতে ওজোপাডিকো বিক্রয় ও বিতরণ বিভাগ এক নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে,খুলনার এমআইসি সার্ভারে সাথে যশোরের এমআইসি সার্ভারের সমন্বয়ের জন্য সকল প্রি-পেইড ভেন্ডিং স্টেশন এবং সকল ধরনের মোবাইল ভেন্ডিং আগামী ১ অক্টোবর হতে ৩ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad