Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    বাগেরহাটে ৯টি উপজেলার ৬৫ টি ইউপিতে ৬৩টিতে আ. লীগ ও ২টিতে বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী

    খুলনার খবর// বাগেরহাট জেলার ৯টি উপজেলার ৬৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬৩টিতে আওয়ামী লীগ ও ২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন।গতকাল উৎসব মুখর পরিবেশে ভোট শেষ হয়।এবং বেসরকারি ফলাফলে বিজয়ী হন এসব প্রার্থীরা। 


    বিজয়ী প্রার্থীরা হলেন- বাগেরহাট সদরে বেমতা মনোয়ার হোসেন টগর, বিষ্ণুপুরে মাসুদ রানা, বারুইপাড়ায় হায়দার আলী মোড়ল, ডেমাতে মনি মল্লিক, কলাপাড়ায় মহিদুর রহমান পল্টন, খানপুররে ফকির উদ্দিন, রাখালগাছিতে আবু শামীম অছনু। সবাই আওয়ামী লীগের থেকে বিজয়ী।


    চিতলমারী সদরে মোহাম্মদ নিজাম উদ্দিন শেখ, বড়বাড়িয়ায় মো. মাসুদ সরদার, কলাতলাতে মো. বাদশা মিয়া, হিজলায় কাজী আবু শাহিন, শিবপুরে ওয়ালিউজ্জামান জুয়েল, চরবানিয়ারীতে অর্চনা রানী বড়াল, সন্তোষপুরের বিউটি আক্তার।বিজয়ী চেয়ারম্যানরা সবাই আওয়ামী লীগের।


    মোল্লাহাট, উদয়পুরে এসকে হায়দার মামুন, চুনখোলায় মনোরঞ্জন কুমার পাল, কুলিয়ায় মোল্লা মিজানুর রহমান, গাওলাতে শেখ রেজাউল কবির, কোদালিয়াতে শেখ রফিকুল ইসলাম, আটজুড়িতে মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা।এরাও আওয়ামী লীগের বিজয়ী।


    ফকিরহাট, ফকিরহাট সদরে শিরিন আক্তার কিসলু, বেতাগায় মো. ইউনুস আলী শেখ, লকপুরে এমডি সেলিম রেজা, পিলজংগে মোড়ল জাহিদুল ইসলাম, বাহিরদিয়াতে মনসা মো. রেজাউল করিম ফকির, নলদায় মৌভোগ সরদার আমিনুর রশিদ মুক্ত, মাস্টার ফারুকুল ইসলাম ওমর।এরা সকলেই আওয়ামী লীগ থেকে বিজয়ী।


    মোড়েলগঞ্জ, মোড়েলগঞ্জ সদরের হুমায়ুন কবির মোল্লা, তেলিগাতীতে মোরশেদা আক্তার, পঞ্চকরনে আব্দুর রাজ্জাক মজুমদার, পুটিখালিতে শেখ আব্দুর রাজ্জাক, দৈবজ্ঞহাটিতে শামসুর রহমান মল্লিক, রামচন্দ্রপুরে আব্দুল আলীম, চিংড়াখালীতে আলী আকবর বুলু, বনগ্রামে রিপন দাস, বলইবুনিয়ায় শাহজাহান আলী খান, হোগলাবুনিয়ায় আকরামুজ্জামান, বহরবুনিয়ায় রিপন তালুকদার, জিউধরাতে জাহাঙ্গীর আলম বাদশা। এই ১২জন আওয়ামী লীগ থেকে নির্বাচিত।


    শুধুমাত্র এই উপজেলার বারইখালী ইউনিয়ন আওয়াল খান মহারাজ ও হোগলাপাশা ইউনিয়নে ফরিদ খান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন।


    কচুয়া, গজালিয়া শেখ নাসির উদ্দিন, ধোপাখালী শেখ মকবুল হোসেন, মঘিয়া পংকজকান্তি অধিকারী, গোপালপুর সিকদার আবুবকর সিদ্দিক, বাধাল নকীব ফয়সাল অহিদ, রাঢ়ীপাড়া নাজমা আক্তার। এই ৬ জন আওয়ামী লীগ থেকে বিজয়ী।


    শরণখোলা, রায়েন্দাতে আজমল হোসেন মুক্ত, সাউথখালীতে মোহাম্মদ মোজাম্মেল হোসেন, খোন্তাকাটায় জাকির হোসেন খান মহিউদ্দিন, ধানসাগরে মইনুল ইসলাম টিপু। ৪ জনই আওয়ামী লীগ থেকে বিজয়ী।

    মংলা, বুড়িরডাঙ্গায় উদয় শংকর বিশ্বাস, চাঁদপাইতে তরিকুল ইসলাম,  মিঠাখালীতে উৎপল মন্ডল, সুন্দরবনে একরাম ইজারাদার, চিলা গাজী আকবর হোসেন,  সোনাতলা  নাজরিনা বেগম।এ উপজেলার সবাই  আওয়ামী লীগ থেকে নির্বাচিত।


    রামপাল, রামপাল সদরে মোহাম্মদ নাসির উদ্দিন, গৌরম্ভাতে মোহাম্মদ রাজিব সর্দার, উজিরকুড়ে মুন্সি বোরহানউদ্দিন জেড, বাইনতলায় মোহাম্মদ আব্দুল্লাহ ফকির, পেড়িখালীতে মো. রফিকুল ইসলাম বাবুল, হুড়কাতে  তপন গোলদার, ভোজপাতিয়ায় তরফদার মাহফুজুল হক টুকু, মল্লিকেরবেড়ে মোহাম্মদ সগীর আহমেদ তালুকদার, বাঁশখালীতে মোস্তাফিজুর রহমান সোহেল। এরা সবাই আওয়ামী লীগ থেকে নির্বাচিত।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad