Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    তেলের পরিমাপে কারচুপির অভিযোগে নগরীর মেসার্স গোলাম হোসেন পাম্পকে জরিমানা

    শরিফুল ইসলাম,খুলনা// খুলনা মহানগরীতে তেলের পরিমাপে কারচুপির অভিযোগে সোনাডাঙ্গায় অবস্থিত একটি পেট্রোল পাম্পকে অর্ধলাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।


    গতকাল শনিবার দুপুরে অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, দু’টি ফিলিং স্টেশন তদারকি করা হয়, যার মধ্যে সোনাডাঙ্গা বাস টার্মিনালের পাশের মেসার্স গোলাম হোসেন পাম্পকে তেলের পরিমাপে কারচুপি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৮ ধারায় ৫০ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। 


    পাম্পটিতে প্রতি ৫ লিটার অকটেনে ২০০ মিলিলিটার ও প্রতি ৫ লিটার পেট্রোলে ১৮০ মিলিলিটার কম দেয়ার প্রমাণ পাওয়া যায়।


    এসময় ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে মাইকিংসহ লিফলেট বিতরণ করা হয়।আগামীতে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad