Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    যশোরের অভয়নগরে র‍্যাব-৬ এর অভিযানে বোমা তৈরীর সরঞ্জামসহ বোমা উদ্ধার

    মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি// যশোর অভয়নগর উপজেলায় নিহত বোমা তৈরীর কারিগরের বাড়ির পুকুর পাড় ও ডোবা থেকে ৩০ টি গ্রেনেড বোমা উদ্ধার করেছে যশোর র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৬) সদস্যরা। 

    র‍্যাব-৬ এর কোম্পানী কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মাহাফুজুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে বোমা তৈরীর কারিগর শপ্পার বাড়ির পাশের পুকুর পাড়ের ডোবা থেকে বোমাগুলো উদ্ধার করে। র‍্যাব-৬ এর বোমা ডিসপোজাল টিম বোমাগুলো নিস্ক্রিয় করে। অভিযান শেষে বিকাল ৪ টায় ঘটনাস্থলে প্রেস ব্রিফিং করেন র‍্যাব-৬ এর খুলনার অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোস্তাক আহম্মেদ। 

    প্রেস ব্রিফিংয়ে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, অসৎ উদ্দেশ্যে এবং বড় ধরণের অপরাধ মূলক কর্মকান্ড ঘটানোর জন্য শক্তিশালী এই ৩০টি গ্রেনেড বোমা তৈরি করেছিল বোমা কারিগর শফিকুল ইসলাম শপ্পা।

    উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে নিজ ঘরে বোমা তৈরিকালিন বিস্ফোরণের বোমায় শপ্পা আহত হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান। 

    এ বিষয়টির ওপর র‍্যাব-৬ এর একটি গোয়েন্দা টিম তদন্ত শুরু করেন। র‍্যাবের গোয়েন্দা বিভাগের দেয়া তথ্য মতে র‍্যাব-৬ এর অভিযানিক দলের সদস্যরা শুক্রবার সকাল থেকে ঘটনাস্থলে ও তার আশপাশে অভিযান শুরু করে। পরে তারা ওই ডোবা থেকে ৩০টি গ্রেনেড বোমা ও ১ কেজি ৫ (শত) গ্রাম গান পাউডার উদ্ধার করেন।

    এ ঘটনায় অভয়নগর থানা পুলিশের মামলায় বোমা কারিগরের স্ত্রী ফাতেমা আক্তার সুইটি বর্তমানে কারাগারে রয়েছেন।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad