কেন্দ্রের নির্দেশনায় হবে দলীয় মনোনয়ন
মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি// কেন্দ্রের নির্দেশনা মোতাবেকই হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দলীয় মনোনয়ন। যদিও বেশ আগেই দলীয়ভাবে সিদ্বান্ত হয় প্রতিটি ইউনিয়নে তিনজন করে প্রার্থীর তালিকা তৈরির ব্যাপারে।
তবে এবার তা আর থাকছে না।যে কেউ নির্বাচনে দলীয় মনোনয়ন সংগ্রহ করতে পারবেন। দলীয় সিদ্ধান্তে প্রার্থীরা মনোনয়ন পাবেন বলে উল্লেখ করা হয়েছে।
গতকাল সোমবার যশোর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যাল য়ে দলের সাধারণ সভায় এমন তথ্য তুলে ধরেছেন নেতারা। আয়োজিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।
সভায় যশোরের বিভিন্ন উপজেলার মেয়াদ উত্তীর্ণ কমিটি নিয়ে দ্রুতই পুনর্গঠনের সিদ্বান্ত নেয়া হবে বলে আলোচনা হয়।এছাড়াও নবগঠিত কমিটির পরিচিতি, সাংগঠনিক বিষয়েও আলোচনা করা হয় এ সভায়।এতে আলোচনায় অংশ নেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, কেশবপুর-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, ঝিকরগাছা-চৌগাছা আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য মেজর জেনারেল (অব.) অধ্যক্ষ নাসির উদ্দিন, সহসভাপতি আবদুল মজিদ, সাইফুজ্জামান পিকুল, হায়দার গণি খান পলাশ, আবদুল খালেক, অ্যাডভোকেট আলী রায়হান, গোলাম মোস্তফা, অ্যাডভোকেট জহুর আহম্মেদ, মেহেদী হাসান মিন্টু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির সভায় আরও অংশ নেন সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, মোস্তাফা ফরিদ আহমেদ চৌধুরী, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গাজী আব্দুল কাদির, দপ্তর সম্পাদক মজিবুদ্দৌলা কনক, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু সেলিম রানা, সাংস্কৃতিক সম্পাদক কাজী বর্ণ উত্তম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুখেন মজুমদার, আসাদুজ্জামান মিঠু, মোস্তফা আশিষ ইসলাম দেবু।
No comments
please do not enter any spam link in the comment box.