বেনাপোলে র্যাব-৬ এর অভিযানে ২ কেজি গাঁজা ও ৫ শত পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক
মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি// যশোরের বেনাপোল কাগজপুকুর সাফাদ-সাইদা সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে লিটন হোসেন (৪৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেন যশোর র্যাব-৬ এর সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ীর নিকট থেকে ২ কেজি গাঁজা ও ৫ (শত) পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক লিটন হোসেন বেনাপোল গয়ড়া গ্রামের মৃত আনসার আলীর ছেলে বলে জানা গেছে।
এ বিষয়টি র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার আল-আসাদ মাহফুজুল ইসলামকে জানালে তিনি আসামিকে আটকের নির্দেশ দেন। তার নির্দেশ মোতাবেক যশোর র্যাব-৬ এর একটি চৌকস দল নিয়ে আমি সেখানে অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজা ও ৫ (শত) পিস ইয়াবাসহ লিটন হোসেনকে হাতেনাতে আটক করি।
র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের লেঃ, এম সারোয়ার হুসাইন (এক্স) বিএন জানান,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেনাপোল কাগজপুকুর বাজার এলাকায় বিপুল পরিমাণ মাদক দ্রব্য নিয়ে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে একটি চৌকস টিমকে অভিযান পরিচালনার জন্য নির্দেশ দেয়া হয়। নির্দেশ মোতাবেক মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ মাদকসহ হাতেনাতে আটক করা হয়।
আটক লিটন হোসেন বেনাপোল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে সু-পরিচিত। সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক দ্রব্যের ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
No comments
please do not enter any spam link in the comment box.