বিয়েবাড়ি গানবাজনা নিয়ে হত্যার সূত্রপাত
বটিয়াঘাটা খুলনা প্রতিনিধি// খুলনায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় মামুন হাওলাদার (২৪) নামে এক যুবক নিহত হয়েছে।
গতকাল শুক্রবার (১৭ সেপ্টম্বর) রাত সাড়ে ৮টার সময় বটিয়াঘাটার উপজেলার জলমা এলাকায় ঘটনাটি ঘটে। জানা যায়, এলাকায় একটি বিয়ে বাড়িতে গানবাজনা অনুষ্ঠানকে কেন্দ্রকরে উক্ত ঘটনার সূত্রপাত।নিহত মামুনের বাড়ি চক্রাখালি তেতুলতলা এলাকায়। তার পিতা নাম বাবুল হাওলাদার।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জালাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,শুক্রবার রাত ৮টার দিকে বটিয়াঘাটা জলমার রেলক্রসিং এলাকায় শালীস বৈঠক চলছিল।অপরদিকে পাশেই বিয়ে বাড়িতে গান চলছিলো।গান থামানোর কথা বলতেই নিহতে সাথে বাক বিতন্ডা হয় এবং তারা নিহতের উপর হামলা করে। এসময় প্রতিপক্ষের হামলায় মামুন হাওলাদার গুরুতর আহত হয়। তাকে বটিয়াঘাটা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
No comments
please do not enter any spam link in the comment box.