যশোর উপনির্বাচন থেকে সরে যাওয়ায় জাতীয় পার্টির নেতা নুরুল আমিনকে বহিষ্কার
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর জেলা প্রতিনিধি// যশোর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল আমিন-কে পার্টির সকল পদ-পদবী থেকে বহিষ্কার করা হয়েছে।
জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
এতে বলা হয়েছে,দলীয় সিদ্ধান্তের বাইরে যেয়ে উপনির্বাচণ থেকে সরে দাড়ানোর জন্য জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১(১)ক ধারা মোতাবেক জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি এ সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত ইতোমধ্যেই কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।
No comments
please do not enter any spam link in the comment box.