সাতক্ষীরায় ২১টি ইউনিয়ন পরিষদে ১০টিতে নৌকা,১১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
খুলনার খবর// সাতক্ষীরার তালা ও কলারোয়া উপজেলার মোট ২১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ১০ প্রার্থী। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়ে বিজয়ী হয়েছেন ১১ জন।
বিজয়ীরা হলেন- তালা সদরের সরদার জাকির হোসেন (আ.লীগ), খলিলনগর ইউনিয়নের প্রণব ঘোষ বাবলু (আ.লীগ), তেতুলিয়া ইউনিয়নে আবুল কালাম (আ.লীগ) ও খলিশখালি ইউনিয়নের মোজাফফর রহমান (আ.লীগ), মাগুরা ইউনিয়নের গণেশ চন্দ্র দেবনাথ (আ.লীগ), ইসলামকাটী ইউনিয়নের গোলাম ফারুক (স্বতন্ত্র), ধান্দিয়া ইউনিয়নে মো. জাহাঙ্গীর হোসেন (স্বতন্ত্র), সরুলিয়া ইউনিয়নের আব্দুল হাই (স্বতন্ত্র), জালালপুর ইউনিয়নে মো. মফিদুল হক লিটু (স্বতন্ত্র), খেশরা ইউনিয়নে শেখ কামরুল ইসলাম লাল্টু (স্বতন্ত্র)।
কলারোয়া উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন যুগীখালি ইউনিয়নে রবিউল হাসান (আ.লীগ), সোনাবাড়িয়া ইউনিয়নে বেনজির হোসেন (আ.লীগ), লাঙ্গলঝাড়া ইউনিয়নে অধ্যাপক আবুল কালাম (আ.লীগ), দেয়াড়া ইউনিয়নে মাহবুবুর রহমান মফে (আ.লীগ), হেলাতলা ইউনিয়নে মো. মোয়াজ্জেম হোসেন (স্বতন্ত্র), জয়নগর ইউনিয়নে বিশাখা সাহা (স্বতন্ত্র), জালালাবাদে মাহফুজুর রহমান নিশান (স্বতন্ত্র), কয়লা ইউনিয়নে সোহেল রানা (স্বতন্ত্র), চন্দনপুর ইউনিয়নে মো. ডালিম হোসেন (স্বতন্ত্র)।
No comments
please do not enter any spam link in the comment box.