Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    আশাশুনির আলোচিত মসজিদের ইমামকে আর সাঁতার কেটে আজান ও ইমামতি করতে হবেনা

    খুলনার খবর// সাতক্ষীরার আশাশুনির সাইক্লোন কবলিত দুর্গত প্রতাপনগর ইউনিয়নে একটি মসজিদে সাঁতার কেটে আজান ও ইমামতি করেন এক ইমাম। সেই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে দেশের বিভিন্ন মিডিয়া খবরটি প্রকাশ করলে আলোড়ন সৃষ্টি হয়। সেই খবর পেয়ে ওই ইমামের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয় ডু সামথিং ফাউন্ডেশন। ফাউন্ডেশনটি সাঁতার কেটে মসজিদে যাওয়া ইমামকে নৌকা ও নগদ অর্থ দিয়েছে। 


    জানা গেছে, প্রতাপনগর ইউনিয়ন দীর্ঘ কয়েক মাস যাবৎ বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়ে রয়েছে। কয়েকটি গ্রামের মানুষ, মসজিদ, মাদ্রাসাসহ সকল পথঘাট ও সড়ক প্লাবিত হয়ে যাওয়ায় মসজিদের আশপাশসহ বিস্তীর্ণ এলাকা বিচ্ছিন্ন হয়ে আছে।হাওলাদার বাড়ি জামে মসজিদের একেবার পাশের দু’টিসহ আশপাশের ১৫টি ঘরবাড়ি সম্পূর্ণ পানিতে ডুবে রয়েছে। মসজিদে নামাজ চালু রাখতে মসজিদের ইমাম হাফেজ মইনুর ইসলাম প্রতিদিন ৫ ওয়াক্তে ৫ বার পানিতে সাঁতরে মসজিদে গিয়ে আজান ও নামাজ আদায় করেন।


    অন্য ওয়াক্তে অনেকে না যেতে পারলেও জুমার দিন অনেক মুসল্লি কষ্ট করে মসজিদে নামাজ আদায় করে থাকেন। কখনো কখনো তিনি মসজিদের ভেতরে থাকেন আবার যখন মসজিদের ভেতরে পানি উঠে যায় তখন মসজিদের ছাদে রাত্রিযাপন করেন। মসজিদের ইমাম সাঁতার দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে যাওয়া-আসা করেন।


    মানবিক সংগঠন হিউম্যানিটি ফার্স্টের বাস্তবায়নে ডু সামথিং ফাউন্ডেশনের সহযোগিতায় গত ২১ সেপ্টেম্বর ইমাম হাফেজ মইনুর ইসলামের হাতে নগদ অর্থ ও একটি নৌকা তুলে দেওয়া হয়। বেড়িবাঁধ নির্মাণ হলে ঘর নির্মাণ এবং ইমামতির পাশাপাশি বিকল্প কর্মসংস্থান করে দেওয়ার আশ্বাস দেন ফাউন্ডেশনের প্রতিনিধিরা। 

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad