অভয়নগরে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি
প্রনয় দাস, অভয়নগর উপজেলা প্রতিনিধি //বছর ঘুরে শরতের ছোয়ায় দেবী দূর্গার আগমন।দূর্গতী নাসিনী অসুর বিনাসিনী মহামায়ের আগমন ঘটবে আগামী ২৪ আশ্মিন(বাং)১১ অক্টোবর সোমবার।
প্রতি বছরের ন্যায় যশোরের অভয়নগরে শুরু হয়ে গেছে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতিপর্ব।উপজেলার বিভিন্ন মন্দীরে মন্দীরে চলছে প্রতিমা তৈরির কাজ।
বেড়েছে প্রতীমা তৈরির ভাস্করদের ব্যস্ততা। সময় যতো এগিয়ে আসছে কাজের ব্যস্ততায় রাতদিন এক করে কাজ করছেন তারা। শিল্পীদের নিপুণ ভাস্কর্যের মাধ্যমে চালিয়ে যাচ্ছেন তাদের প্রতীমা তৈরির কাজ।
এবছরও উৎসবমুখর পরিবেশেই দূর্গৎসব পালন হবে অভয়নগরে।
No comments
please do not enter any spam link in the comment box.