খুলনায় ইজিবাইকের গ্যারেজ থেকে ম্যানেজারের লাশ উদ্ধার
খুলনার খবর// খুলনা মহানগরীর লবণচরা থানাধীন মোহাম্মাদ নগর বাবলু সড়কে ইজিবাইকের গ্যারেজ থেকে ম্যানেজার মোঃ শামীমের লাশ উদ্ধার করেছে পুলিশ।ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শামীম (২০) খুলনার দারোগার ভিটে শান্তিনগরের মোঃ মুজিবুর রহমান মোড়লের ছেলে।
লবনচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সমীর কুমার সরকার জানান, গত রাতের কোন একসময়ে শামীমকে সম্ভবত শ্বাসরোধ হত্যা করা হয়েছে । নিহতের লাশ উদ্ধার করে খুমেক কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
No comments
please do not enter any spam link in the comment box.