Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    পাইকগাছা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টি ইউপি চেয়ারম্যান বেসরকারি ভাবে নির্বাচিত

    মোঃ ফসিয়ার রহমান, পাইকগাছা খুলনা প্রতিনিধি /আসন্ন পাইকগাছা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯জন চেয়ারম্যান বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। ২নং কপিলমুনি ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতিক নিয়ে বর্তমান চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার,৩নং লতা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতিক নিয়ে কাজল কান্তি বিশ্বাস, 

    ৪ নং দেলুটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতিক নিয়ে বর্তমান চেয়ারম্যান রিপন কুমার মন্ডল ৫ নং সোলাদানা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিক নিয়ে আব্দুল মান্নান গাজী, ৬ নং লস্কর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী  বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতিক নিয়ে কে এম আরিফুজ্জামান তুহিন, ৭ নং গদাইপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শেখ জিয়াদুল ইসলাম জিয়া, ৮ নং রাড়ুলী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতিক নিয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ও ৯নং চাঁদখালি ইউনিয়নে বিদ্রহী প্রার্থী চশমা প্রতিক নিয়ে শাহাজাদা ইলিয়াস, এবং ১০ নং গড়ইখালি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ আঃ সালাম কেরু আনারস প্রতীক নিয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। 

    সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে শত শত নারী পুরুষ সারিবদ্ধ ভাবে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৯টি ইউপি নির্বাচনে ৪০জন চেয়ারম্যান প্রার্থীসহ সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য মিলে মোট ৬০১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। মোট ১ লাখ ৮৭হাজার ৬২০জন ভোটারের বিপরীতে ৯২টি কেন্দ্রে ৫৩৮টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে উপজেলা প্রশাসন, নির্বাচন কমিশন ও থানা পুলিশের পক্ষ থেকে সকল প্রস্তুতি ছিল চোখের পড়ার মত। নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় এবং ভোটাররা নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট দিতে পারে এ জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সার্বক্ষণিক মাঠে বিজিবি, র‌্যাব ও পুলিশের পাশাপাশি ৬জন ম্যাজিস্ট্রেট নির্বাচনী কাজে সার্বক্ষনিক টহলে নিয়োজিত ছিলেন।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad