অভয়নগরে ভেসে গেছে শত শত মৎস্য ঘের, দিশাহারা ব্যবসায়ীরা
প্রনয় দাস, অভয়নগর উপজেলা প্রতিনিধি // গত কয়েকদিন টানা বৃষ্টির ফলে তলিয়ে গেছে যশোরের অভয়নগর উপজেলার শত শত মৎস্য ঘের। এতে দিশেহারা হয়ে পড়েছে মৎস্য ঘের ব্যবসায়ীরা। তাছাড়া অধিকাংশ মাঠের ধান-সবজি সহ অন্যান্য ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।তবে মৎস্য ঘের ব্যবসায়ীরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, গত কয়েকদিনের টানা বর্ষনের ফলে রাস্তাঘাট, বাড়ি সহ অসংখ্য ঘের পুকুর ভেসে গেছে। তলিয়ে গেছে রুপা আমন ও সবজির বীজতলা।কিন্তু উপজেলা সহকারী কৃষি অফিসার নৃপেন্দ্রনাথ মন্ডল বলেন, টানা বর্ষনের ফলে রুপা আমনের খুব একটা ক্ষতি হয়নি কিন্তু সবজি ও মাছের ঘেরের ক্ষতির পরিমান বেশি।
সরজমিনে গিয়ে দেখা গেছে, অভয়নগরের সুন্দলী ইউনিয়নের বিল ঝিকরা, চলশিয়া ইউনিয়নের কোটার দক্ষিণ লাট, কৈয়া বিল সহ এ অঞ্চলের সকল ঘেরের পাড় পানির নিচে তলিয়ে গেছে।ধোপাদি, মশিয়াটি, সুজতপুর, সরখোলা সহ অধিকাংশ গ্রামের একই চিত্র দেখা গেছে।
এ অঞ্চলের মানুষের বসতবাড়িতে পর্যন্ত পানিতে থৈথৈ করছে। গবাদী পশুর ঠাই হয়েছে উঁচু সড়কে। জীবন রক্ষার তাগিদে শুকনো খাবার খেয়ে অতি কষ্টে দিন পার করছে এ এলাকার মানুষ।
No comments
please do not enter any spam link in the comment box.