যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিদেশি পিস্তল,গুলি ও ইয়াবাসহ আটক ১
মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি// যশোরে জেলা স্কুলের সামনে থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ রিয়াজ হোসেন ওরফে বাপ্পি (২৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে যশোর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা।
আটককৃত রিয়াজ হোসেন ওরফে বাপ্পিকে যশোর জেলা স্কুলের সামনে নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা,অবৈধ পিস্তল ও গুলিসহ আটক করেন। আটক বাপ্পি যশোর ষষ্টিতলা এলাকার আঃ খালেকের পুত্র বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ যশোর জেলা কার্যালয় ("ক" সার্কেল) এর পরিদর্শক মোঃ মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যশোর জেলা স্কুলের সামনে ৮৫১ নং বাড়িতে মাদক ও অস্ত্র বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক একটি টিম ওই বাড়িতে অভিযান চালিয়ে বাপ্পিকে আটক করি। পরে তার বসতঘর তল্লাশি করে মাদক ও গুলিভর্তি ৭.৬৫ ভোল্টের একটি বিদেশি পিস্তলসহ তাকে আটক করা হয়।
আটক রিয়াজ হোসেন বাপ্পি যশোর শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছিনতাইয়ের সাথে জড়িত। প্রাথমিক তদন্তে উঠে এসেছে এর আগে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে ৯ রাউন্ড গুলি ও ৩ (শত) পিছ ইয়বাসহ আটক হয়েছে।সে ওই এলাকার নিশান হোসেনের সাথে বাপ্পির সংশ্লিষ্টতা রয়েছে। এই চক্রটি শহরে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত আছে বলে জানা যায়।
তিনি আরোও জানিয়েছেন, আটককৃতের নামে অবৈধ অস্ত্র কেনা-বেচার মামলায় তাকে কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
যশোর কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অস্ত্র মামলা দিয়ে বাপ্পীকে থানায় হস্তান্তর করেছেন। আজ বৃহঃপতিবার দুপুরের মধ্যে তাকে আদালতে হস্তান্তর করা হবে বলে ।
No comments
please do not enter any spam link in the comment box.