Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    অভয়নগরে ভুমি দস্যুদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

    প্রনয় দাস, অভয়নগর উপজেলা প্রতিনিধি // যশোরের অভয়নগরের প্রেমবাগ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মহাজের পাড়ার বাসিন্দা মৃত মোবারেক মোল্লার ছেলে মহাসিন মোল্লা নামের ভূমিদস্যুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে কয়েকটি পরিবার। 


    এমনকি তার অত্যাচারের হাত থেকে রেহাই পাচ্ছে না তার আপন বোন, আত্নীয়স্বজন ও প্রতিবেশীরা। 

    তার বিপক্ষে কথা বললেই ভয়ভীতি ও অশ্লীল ও অশোভনীয় আচরণ করে থাকে। 

    আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নানা অনিয়ম ও অনৈতিক কার্যক্রম অব্যাহত রাখায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। 

    মহাসিন কথায় কথায় মামুন ভয় দেখিয়ে, ভিটামাটি ছাড়া করার ভয় দেখিয়ে মহল্লাবাসীদের জিম্মি করে রাখে বলেও জানায় এলাকাবাসী।


    জানা যায়, প্রেমবাগ গ্রামের মৃত মান্নান সরদারের ২ ছেলে মকছেদ সরদার ও মিন্টু সরদার তার মায়ের নামে দলিলকৃত ৮ শতক সম্পত্তিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল। 

    কিন্তু অভিযুক্ত ভূমিদস্যু মহাসিন  বাড়ি ঘর ভাংচুর করে তাদেরকে উচ্ছেদ করে জমি দখল নেয়। 

    ভুক্তভোগী অসহায় পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে। 

    এব্যাপারে মহাসিনের ভাগ্নে মজনু বলেন, আমার মায়ের সম্পত্তি আমাদেরকে বুঝে না দিয়ে উল্টে আমাদের উপর অত্যাচার করছে। 

    স্থানীয় বাসিন্দা মুনসুর রহমান বলেন, চায়না বাজারের একটি মসজিদের জমি মহাসিন নিজের নামে করে নিয়েছে। 

    তিনি বলেন আমরা এই মামলাবাজের উপযুক্ত বিচার চাই। 


    প্রেমবাগ ইউনিয়নের চেয়ারম্যান মফিজ উদ্দিন বলেন, মহাসিন আসলে একজন চতুর প্রকৃতির লোক। এলাকাবাসী তাকে মামলাবাজ ভূমিদস্যু বলে চেনে। 

    তাই এই মামলাবাজ ভুমি দস্যু মহাসিনের দ্রুত বিচার দাবি করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad