Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনায় ঘূর্ণিঝড় ‘গুলাব’এর প্রভাব, পায়রা বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

    খুলনার খবর// ঘূর্ণিঝড় গুলাবের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বাতাসের চাপ কিছুটা বৃদ্ধি পেয়েছে। নদী ও সাগরের পানির উচ্চতাও কিছুটা বৃদ্ধি পেয়েছে। আকাশে মেঘের ঘনঘটা বিরাজ করছে।খুলনায় ইতোমধ্যে বৃষ্টিসহ বাতাস শুরু হয়েছে।


    ঘূর্ণিঝড় গুলাব পায়রা বন্দর থেকে আজ দুপুরে  ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। তাই উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পায়রা বন্দরে দূরবর্তী দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। 


    মাছ ধরার সকল নৌকা ও ট্রলারসমূহকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। তবে অধিকাংশ ইলিশ ধরার ট্রলার এখনও তীরে ফিরতে পারেনি বলে জানিয়েছেন মৎস্য ব্যবসায়ীরা। 


    এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় গুলাবের প্রভাবে হালকা থেকে মাঝারি বর্ষণ ছাড়া ঘূর্ণিঝড়টির তেমন কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না। তবে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে সম্ভাব্য ক্ষয়ক্ষতির আশঙ্কায় ভারতের কেন্দ্রীয় ও স্থানীয় সরকার এরইমধ্যে নানা প্রস্তুতি নিতে শুরু করেছে বলে খবরে জানা গেছে। 


    ঢাকার আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, ঘূর্ণিঝড়টি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। 


    শেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড়টি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬০০ কিলোমিটার, মোংলা থেকে ৪৭৫, পায়রা সমুদ্রবন্দর থেকে ৫০০ এবং চট্টগ্রাম থেকে ৬৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল। 


    পাকিস্তান এ ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে। এর অর্থ গোলাপ জাতীয় ফুল বিশেষ।

     

    আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানার কোনো আশঙ্কা নেই। এটি ভারতের উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad