Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনায় র‍্যাব ৬ এর অ‌ভিযা‌নে এক ভুয়া চি‌কিৎসক‌ আটক

    নিজস্ব প্রতিবেদক// খুলনায় র‌্যাব ৬ এর অ‌ভিযা‌নে তন্ময় অ‌ধিকারী (২৭ )  না‌মে এক ভুয়া  চি‌কিৎসক‌কে ১ মা‌সের কারাদণ্ড  দেয়া হ‌য়ে‌ছে।

    আজ সোমবার দুপুরে খুলনা জেলার ডুমু‌রিয়া উপ‌জেলার ডুমু‌রিয়া বাজা‌রে এ অ‌ভিযান প‌রিচা‌লিত হয়। ডুমু‌রিয়া উপ‌জেলা নির্বা‌হী অ‌ফিসার ও নির্বা‌হী ম‌্যা‌জি‌স্ট্রেট  মোঃ আব্দুল ওয়াদুদ মে‌ডি‌কেল এন্ড ডেন্টাল কাউ‌ন্সিল   এক্ট ২০১০ এর ২৯ ( ১১)  ধারায় এ দণ্ডা‌দেশ দেন।

    ভুয়া চি‌কিৎসক‌কে কারাগা‌রে প্রেরণ করা হ‌য়ে‌ছে।ওই ভুয়া চি‌কিৎসক‌কে গত বছর তৎকা‌লীন উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি ) স‌ঞ্জিব দাশ ভুয়া চি‌কিৎসা দেয়া ও প্রেস‌ক্রিপশ‌নে শিশু ও ম‌হিলা বি‌শেষজ্ঞ লেখায় ১৫ দি‌নের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে চেম্বার বন্ধ ক‌রে দেন। প‌রে স‌ঞ্জিব দাশ বদ‌লি হ‌য়ে ডুমু‌রিয়া ত্যাগ কর‌লে তন্ময় আবারও ডুমু‌রিয়া বাজা‌রের ম‌নোয়ারা সুপার মার্কেটে চেম্বার খু‌লে রোগী দেখা শুরু ক‌রে।ক‌য়েক মাস আগে এক অ‌ভি‌যো‌গের ভি‌ত্তি‌তে বর্তমান সহকা‌রি ক‌মিশনার ভূ‌মি মোঃ ম‌নিরুজ্জামান তন্ময়‌কে রোগী না দেখ‌তে সতর্ক ক‌রে দেন। কিন্তু তন্ময় অ‌ধিকা‌রী চেম্বার প‌রিবর্তন ক‌রে ডুমু‌রিয়া থানা সড়‌কের রাজ মে‌ডি‌কেল হ‌লের না‌মে চেম্বা‌রের ঠিকানায় রোগী দেখ‌তে থাকেন। র‌্যাব ৬ এর গো‌য়েন্দা ইউ‌নিট গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে বিষয়‌টি পর্যবেক্ষন ও তদন্ত ক‌রে সত‌্যতা পায়। সেই সূ‌ত্র ধ‌রে সোমবার এ অ‌ভিযান প‌রিচালিত হয়।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad