যশোরের সীতারামপুরে রুমান হত্যাকান্ডের ৪ বছর পর খুনী শনাক্তসহ আটক
খুলনার খবর// যশোরে সীতারামপুরের আব্দুর রহমান রুমান হত্যাকান্ডের ৪ বছর পর খুনী শনাক্তসহ তাকে আটক করেছে পিবিআই। আটককৃতের নাম আব্দুর রশিদ। তিনি ঝিনাইদহ সদর উপজেলার শালকুপা গ্রামের ফজলু মন্ডলের ছেলে। বর্তমানে ঝুমঝুমপুরের রাজনের বাড়ির ভাড়াটিয়া। ওই ভাড়ার বাসা থেকে তাকে আটক করা হয়।
পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিনের নেতৃত্বে এসআই শরীফ এনামুল হকসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় তাকে আটক করা হয়।
২০১৭ সালের ৩১ মার্চ সকাল অনুমান ১০ টায় সীতারামপুরের আশরাফ ফকিরের ছেলে আব্দুর রহমান রুমানের (২১) বস্তাবন্দি লাশ উদ্ধার হয় ঝুমঝুমপুর চান্দের মোড়ের জাহাঙ্গীরের বাড়ির পাশের নদীর কচুরিপানার ভেতর থেকে। এ ঘটনায় নিহত রুমানের মা আমেনা বেগম ওই বছরের ১লা এপ্রিল কোতোয়ালি থানায় মামলা করেন, যার নম্বর ২। মামলাটি যশোর জেলা পুলিশ ১৪ দিন তদন্ত করেন। এরপর মামলাটি সিআইডির সিডিউলভুক্ত হওয়ায় ওই বছরের ১৬ এপ্রিল যশোর সিআইডি মামলাটির তদন্তভার গ্রহণ করে। মামলার তদন্ত শেষে ৭ জন আসামির বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করে ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর। যার নং ৬৩৯।
বিজ্ঞ আদালত বাদীর নারাজীর প্রেক্ষিতে মামলাটি পুনরায় তদন্তের জন্য পিবিআই যশোর জেলাকে নির্দেশ প্রদান করেন। বিজ্ঞ আদালতের নির্দেশে উক্ত মামলাটি পিবিআই, যশোর জেলা গ্রহণ করে মামলার তদন্তভার এসআই শরীফ এনামুল হকের উপর অর্পণ করে। মামলার তদন্তভার গ্রহণ করে পুলিশ সুপার রেশমা শারমিনের নেতৃত্বে এসআই শরীফ এনামুল হক কার্যক্রম শুরু করেন। গত ২৪ আগস্ট রাত সাড়ে ১০ টায় আমিনুর হোসেন (২২) নামে একজনকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।
অভিযুক্ত আমিনুর হোসেন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। বিজ্ঞ আদালতে প্রদত্ত জবানবন্দি পর্যালোচনা করে পিবিআই যশোর গত ১৪ সেপ্টেম্বর অভিযান পরিচালনা করে আব্দুর রশিদকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আব্দুর রশিদ ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে।
অভিযুক্ত আব্দুর রশিদকে ১৫ সেপ্টেম্বর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিকের আদালতে সোপর্দ করা হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
No comments
please do not enter any spam link in the comment box.