যশোরের ডিবি পুলিশ ৩টি অভিযানে ২ কেজি গাঁজা ৪৩ বোতল ফেনসিডিল ৪ বোতল বিদেশী মদসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি// যশোরের এসআই মোঃ শাহিনুর রহমান, এএসআই এসএম ফুরকান হোসেন, এএসআই মোঃ আশরাফুল ইসলামগনের সমন্বয়ে একটা চৌকস টিম কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করেন যশোর কোতয়ালী মডেল থানাধীন চাঁচড়া টু শংকরপুরগামী পাঁকা রাস্তার পাশে মোঃ নজরুল ইসলাম এর দোকোনের সামনে পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মোঃ বিল্লাল গাজী (২৯) পিতা- মোঃ মীর আলী গাজী, সাং-হরিনাপোতা, থানা-শার্শা, জেলা-যশোরকে ২ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য ৭০,০০০/= টাকা।
এ সংক্রান্তে এসআই মোঃ শাহিনুর রহমান বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।এসআই মোঃ শাহিনুর রহমান, এএসআই এসএম ফুরকান হোসেন, এএসআই মোঃ আশরাফুল ইসলামগনের সমন্বয়ে একটা চৌকস টিম কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা যশোর কোতয়ালী মডেল থানাধীন চাঁচড়া ডালমিলস্থ ডোমার হোটেলের সামনে চাঁচড়া টু রেলগেট গামী পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মোঃ সিদ্দিক মুন্সী(৬০) পিতামৃত- আসমত আলী মুন্সী, সাং-পশ্চিম এয়োজ, থানা ও জেলা- মাদারীপুরকে ৪৩ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য ১.২৯,০০০/= টাকা।
এ সংক্রান্তে এএসআই এসএম ফুরকান বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।
অপরদিকে এসআই মোঃ শাহিনুর রহমান, এএসআই এসএম ফুরকান হোসেন, এএসআই মোঃ আশরাফুল ইসলামগনের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা শার্শা থানাধীন ভবানিপুর সাকিনস্থ দাউদখালী মাঠস্থ জনৈক জুলফিকার এর পুকুরের উত্তর পার্শ্বে গোগা হইতে কায়বা গামী পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) হৃতিক সাহা(২১) পিতা-রাম প্রসাদ সাহা(২) প্রসেন বিশ্বাস নিলয়(২২), পিতামৃত- বিষ্ণু কুমার বিশ্বাস, উভয়সাং- শৈলকুপা নগরপাড়া ৪নং ওয়ার্ড, থানা- শৈলকুপা, জেলা-ঝিনাইদহদ্বয়কে ৪ (চার) বোতল বিদেশ মদ সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য ১৬,০০০/= টাকা। এ সংক্রান্তে এএসআই মোঃ আশরাফুল ইসলাম বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেন।
No comments
please do not enter any spam link in the comment box.