Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    বটিয়াঘাটা প্রেসক্লাবে বিধান সড়কের ভুমিদস্যুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    বটিয়াঘাটা ( খুলনা) প্রতিনিধি// গতকাল ১৮ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় বটিয়াঘাটা প্রেসক্লাবে জোরপূর্বক জমি দখল ও হুমকি ধামকির প্রতিবাদে ভূমিদস্যু ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 


    মৃত সুপদ বিশ্বাসের কন্যা নবমিকা বিশ্বাস সংবাদ সম্মেলনে জানান, তাঁর পৈত্রিক সম্পত্তি তার কাকাতো ভাই শেখর বিশ্বাস, বিপ্লব বিশ্বাস, নিত্যানন্দ বৈরাগী, অমল মন্ডল সহ  দখলবাজ বাহিনী জোরপূর্বক দখল করে নেয়। সে কারণে তার কাকা কৃষ্ণপদ বিশ্বাস একটি বাটোয়ারা মামলা দায়ের করেন। যার নাম্বার ১০৩/২১ । উক্ত মামলা দায়ের করায় প্রতিপক্ষ আবারো ওই জায়গা জমিতে দেশীয় অস্ত্রসস্তে সজ্জিত হয়ে দা, লাঠি, লোহার রড সহ জোর পূর্বক প্রাচীর নির্মাণ করে এবং জমিতে একটি কুড়ে ঘর নির্মাণ করে। সে কারণে নবমিকা বিশ্বাস বাধা দিলে তার পরিবার সহ তাদের কে জানে মারিয়া ফেলার জন্য উদ্যত হলে, লোকজন ছুটে আসার পরে জীবন বাঁচাতে সক্ষম হয় ।এ ঘটনায় উক্ত ভূক্তোভোগী নবমিকা বিশ্বাস বাদী হয়ে খুলনা ম্যাজিস্ট্রেট আদালতে একটি ১০৭/ ১১৭ ধারায়  ৭ ধারা মামলা দায়ের করে । যার নাম্বার ১৯০/২০২১। এছাড়াও তারা হরিনটানা থানা এবং পুলিশ সুপার বরাবরে আবেদন করেও কোন ফল  না পেয়ে , আজ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ সকল কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করেছেন এবং উক্ত বিষয়ে বিচারের জোর দাবি জানান।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad