মেহেরপুরের ভৈরবনদে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার
খুলনার খবর// মেহেরপুরের মুজিবনগরে ভৈরব নদীর স্রোতের সাথে সেলফি তুলতে গিয়ে নিখোঁজ স্কুল ছাত্র তানজিদ আহম্মেদ উৎস (১৭) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের সাত ঘন্টা পর গতকাল শুক্রবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ভৈরব নদী থেকে মরদেহ উদ্ধার করেছে।
তানজির আহম্মেদ উৎস গাংনী বাজারের ফজলুল হকের ছেলে। সে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির ছাত্র।
মেহেরপুর জেলায় ফায়ার সার্ভিসে ডুবুরি না থাকায় খুলনা অফিস থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালায়।
তানজিরের পরিবার সুত্রে জানা গেছে,গতকাল শুক্রবার সকালে এক বন্ধুর সাথে ঘুরতে গিয়ে দুপুরে দিকে তারা পৌঁছায় ভৈরব নদীর পাড়ে রতনপুর এলাকায়। স্লুইস গেটের পাশে সেলফি তুলতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে যায় উৎস। তীব্র স্রোতের টানে সে পানিতে ডুবে নিখোঁজ হয়। স্রোতের তোড়ে সাঁতরে উপরে উঠা সম্ভব ছিল না বলে জানায় স্থানীয়রা।এদিকে নদীর পানিতে পড়ার খবর পেয়ে স্থানীয় হাজারো মানুষ জড়ো হয়। অনেকে পানিতে নেমে উদ্ধারের চেষ্টা করলেও পুলিশ, প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কোন ভুমিকা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন নিখোঁজের পিতা।
এদিকে মেহেরপুর জেলায় ফায়ার সার্ভিস অফিসে কোন ডুবুরি না থাকায় ফায়ার সার্ভিস খুলনা কার্যালয়ে ডুবুরি চেয়ে অনুরোধ জানানো হয়। খুলনা থেকে ডুবুরি দলের সদস্যরা এসে পৌছায় সন্ধ্যা ছয়টার দিকে। চার সদস্য বিশিষ্ট ডুবুরি দলের সদস্যরা রতনপুর স্লুইস গেটের পাশে ভৈরব নদীতে উদ্ধার অভিযান শুরু করে। ১০ মিনিটের মাথায় ডুবুরি নবীব উদ্দীন তানজিদ আহম্মেদের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।
পরে মরদেহ মুজিবনগর থানার রতনপুর পর্যটন পুলিশ ক্যাম্পে হস্তান্তর করে।
No comments
please do not enter any spam link in the comment box.