যশোর জেলার পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শন করলেন মাননীয় ডিআইজি(এইচআর)আবু হাসান মুহম্মদ তারিক
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর জেলা প্রতিনিধি// পুলিশ হেডকোয়ার্টার্সের মাননীয় ডিআইজি(এইচআর), আবু হাসান মুহম্মদ তারিক মহোদয় যশোর পুলিশ লাইন্সে অত্র জেলায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার সদস্যদের নিয়ে চলতে থাকা পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনের শুরুতেই মাননীয় ডিআইজি(এইচআর), মহোদয় পুলিশ অফিসার্স মেসে গার্ড অব অনার গ্রহণ করেন। পরবর্তীতে তিনি পুলিশ লাইন্স কনফারেন্স রুমে উক্ত কোর্সের আইন বিষয়ক ক্লাস পরিদর্শন করেন এবং কোর্স প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকদের উদ্দেশ্যে কিছু দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং সম্মানিত ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ পুলিশের সর্বমোট ১০৫টি ইউটিটে সকল পদমর্যাদার সদস্যদের নিয়ে পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
যার ফলে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য হবে আরো বেশি চৌকস।তিনি উক্ত কোর্সে অংশগ্রহণকারী প্রতিটি পুলিশ সদস্যদের অধিক মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করার জন্য আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ কার্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তাগণ সহ জেলা পুলিশে যশোরের উর্দ্ধতন কর্মকর্তাগণ।
No comments
please do not enter any spam link in the comment box.