Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    ৬ রানের হার দিয়ে শুরু হলো বিশ্বকাপ যাত্রা

    খুলনার খবর// ২০১২ সালের হারের পর দ্বিতীয় দেখায়ও সেই হারের বৃত্তেই বন্দি থাকলো বাংলাদেশ। বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৬ রানে হারলো বাংলাদেশ।এদিন টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৪০ রান তোলে স্কটল্যান্ড, জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩৪ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। ফলে ৬ রানের হার দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করলো টাইগাররা।

    গতকাল রাতে স্কটল্যান্ডের দেওয়া ১৪১ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই সৌম্য সরকারকে হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। দলীয় ১৮ রানে লিটনকে হারায় বাংলাদেশ এরপর সাকিব ও মুশফিক মিলে দলের দায়িত্ব নিয়ে ৪৬ রানের জুটি গড়লেও দলীয় ৬৫ রানে সাকিবকে ফিরিয়ে ম্যাচে ফেরে আয়ারল্যান্ড। ব্যাক্তিগত ২০ রানে সাকিব আউট হয় গ্র্যাভেসের বলে। পরে ব্যাক্তিগত ৩৮ রানে মুশফিক ফেরে সেই গ্র্যাভসের বলেই। দলীয় ৭৪ রানে মুশফিক ফিরলে দলের হাল ধরেন রিয়াদ ও অফিফ। কিন্তু এই দুই ব্যাটারও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি।

    আফিস হোসেনকে ব্যাক্তিগত ১৮ রানে হোয়েট আর রিয়াদকে ২৩ রানে ফেরান হোয়াইল। এই দুই ব্যাটার মাঠ ছাড়ার পরেই মোটামুটি হার নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। মাঠ ছাড়ার আগে দুজন মিলে গড়েছিলেন ৩৪ রানের জুটি।

    আফিফের আউটের পরেই ক্রিজে এসেই খেই হারিয়ে ফেলেন নুরুল হোসেন সোহান। ছক্কা মারতে গিয়ে আউট হন এই ব্যাটার। পরে মেহেদি হাসান ও সাইফউদ্দিন কাজের কাজ করতে পারেনি। শেষ পর্যন্ত দুজন ক্রিকেজে তাকলেও ৬ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad