মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫
খুলনার খবর// মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের সাইত্রিশ এলাকায় গতকাল বিকেলে বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে বাসের যাত্রী সদরের হাজরাপুর গ্রামের আকবর মোল্যার ছেলে আবুল কাশেমের পরিচয় পাওয়া গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বিকাল ৩টার দিকে মাগুরা থেকে ঝিনাইদহ যাওয়ার সময় জনতা পরিবহনের একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি সবজি বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস ও ট্রাক দুটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।আহতদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.