Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    যশোর ডিবি পুলিশ অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি// যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম  দিকনির্দেশনায় ডিবি যশোরের এসআই  মোঃ ইদ্রিসুর রহমান, এএসআই  মোঃ ইমদাদুল হক দ্বয়ের সমন্বয়ে একটা চৌকস টিম কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া যশোর কোতয়ালী মডেল থানাধীন নিউমার্কেট মোড়স্থ এ.কে ট্রাভেলস্ বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর হতে  চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) আব্দুল হান্নান(২৮),পিতা-শওকত আলী, মাতা-ফজিলাতুন্নেছা, সাং-দক্ষিন বুরুজ বাগান, থানা-শার্শা, জেলা-যশোর (একশত) বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য ২,০০,০০০/- টাকা।

    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।এ সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ ইদ্রিসুর রহমান বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad