২নং বটিয়াঘাটা ইউনিয়নে নৌকার প্রার্থীর পক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত
ইয়াং স্টারস এর সাধারণ সম্পাদক মোঃ মাহামুদ শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করতে বাধ্য হন নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামিলীগের সদস্য ও ইউনিয়ন আ'লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষক পল্লব কুমার বিশ্বাস, ইউনিয়ন আ'লীগের সভাপতি পঙ্কজ বিশ্বাস, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপজেলা সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার,সহকারী শিক্ষক মলয় রায়, যুবলীগনেতা নৃপেন বিশ্বাস ও সুব্রত বিশ্বাস, প্রদীপ হীরা, বিকাশ হালদার,হিমাদ্রি বিশ্বাস হিমু, ইন্দ্রজিৎ রায়, রাজীব গোলদার,টগর মন্ডল,তন্ময় চ্যাটার্জী,গোপীন্দ্রনাথ,মানস মন্ডল, রতন, তুফান,দিপু রায়, সজল মন্ডল,জয় দত্ত,হ্নদয় সাহা, শপথ মন্ডল,উৎস বৈরাগী, মুকুল আঢ্য,লিপটন খান, শাহাদাত বিশ্বাস, রুবেল গোলদার, শুভ অধিকারী, তরুণ প্রজন্ম মাসুম, নাজমুল, ছাত্রলীগ নেতা আলভি, সৌদি,চপল,শান্ত,চয়ন, তুহিন,অন্ধু,শান্তু প্রমূখ ।
সমাবেশে নৌকার প্রার্থী পল্লব বিশ্বাস রিটু বলেন, যুবকরা আগামী দিনের ভবিষ্যৎ । এই যুবদের নিয়েই আমি আগামীদিনে নির্বাচিত হয়ে ইউনিয়ন গড়তে ও ঢেলে সাজাতে চাই। আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নির্বাচিত করে ইউনিয়ন গড়ার দ্বায়িত্ব দিতে ইচ্ছা পোষণ করেছেন। আপনারা তাঁর ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে তাঁরই মনোনীত নৌকার প্রার্থীকে বিজয়ী করে ভোট দিয়ে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখুন। বাকী দিনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রতিনিধি আমার পিতা স্হানীয় এমপি ও হুইপ এর মাধ্যমে তাঁরই অসমাপ্ত কাজ তরুন উদ্যমে এগিয়ে নিয়ে যাবো।অপরদিকে ওইদিন বিকাল ৫ টায় তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি হাটবাটী ও হোগলবুনিয়া গ্রামে ব্যাপক জনসংযোগ, কুশল বিনিময় করেন।
No comments
please do not enter any spam link in the comment box.