Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    আজ রাত থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ

    অপেক্ষার পালা শেষ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আজ। টি-টোয়েন্টি ক্রিকেটের মহাযজ্ঞ ‘আইসিসি ওয়ার্ল্ড কাপ টি-টোয়েন্টি’ শুরু হচ্ছে আজ থেকে।আজ রবিবার বিকাল ৪টায় উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ওমানের বিপক্ষে মাঠে নামবে পাপুয়া নিউগিনি।এবং আজই দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও স্কটল্যান্ড।বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি।

    নয়নাভিরাম "আল আমরাত" ওমানের একমাত্র ক্রিকেট স্টেডিয়াম।যেখানে সব মিলিয়ে তিন হাজার দর্শক খেলা দেখতে পারবেন।

    এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ বসার কথা ছিল ভারতে। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের পরিস্থিতি খারাপ হয়ে যায়। সেজন্য বিশ্বকাপ সরে আসে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে। ওমান ও সংযুক্ত আরব আমিরাতের চারটি মাঠে হবে বিশ্বকাপের ম্যাচগুলি। প্রথম পর্বে দুই গ্রুপে ভাগ হয়ে আট দল খেলবে। বাছাই বা প্রথম পর্ব শেষ চারটি দল যাবে সুপার টুয়েলভে। সেখানেই শুরু হবে আসল লড়াই।


    টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ আগের ছয়টি বিশ্বকাপে ২৫ ম্যাচে বাংলাদেশ জিতেছে কেবল পাঁচটি, যার চারটিই বাছাই পর্বে। মূল পর্বে ওয়েস্ট ইন্ডিজকে একবার হারিয়েছিল বিশ্বকাপের প্রথম আসরে নিজেদের উদ্বোধনী ম্যাচে। হংকং, আয়ারল্যান্ডের মতো প্রতিপক্ষের কাছে হারের লজ্জাও পেয়েছে। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে বাংলাদেশের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। তবুও এবারের বিশ্বকাপে ভালো করার এবং প্রত্যাশার চেয়ে বেশিদূর যাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad