খুলনার দিঘলিয়ায় সাংবাদিক এস. এম.শামীম ও তার পরিবারের উপর হামলা থানায় অভিযোগ দায়ের
নিজস্ব প্রতিবেদক// দিঘলিয়া উপজেলার মফস্বল সাংবাদিক এস. এম.শামীম ও তার পরিবারের মহিলা দের কে মারধর এর ঘটনায় দিঘলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকাবাসী সুএে যানা জায় গত ১৫ ই অক্টোবর সন্ধা ৭.৩০ মিঃ সময় ৩ নং দিঘলিয়া ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ড এলাকার কতিপয় ১। খলিল শেখের পুএ সবুজ শেখ(২৫)২।মোহাম্মদ শেখের পুএ লিমন শেখ(২৩)৩।জলিল শেখের পুএ ইমুল শেখ(৩০)৪। লাখি বেগমের পুএ রবিউল (কালু) (২৪) ৫। মৃতঃ লিয়াকত এর পুএ নাজিম (৩২) ৬। মামুন (২৮) তুচ্ছ ঘটনা কে কেনদ্র করে কথা কাটাকাটির এক পর্যায় সাংবাদিক শামীম কে এলোপাতাড়ি মারধর শুরু করে এসময় শামীম এর মুখমন্ডল ফেটে যায় ও শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম এর সৃষ্টি হয় এক পর্যায় ৫নং ওয়ার্ড এলাকার কয়েকজন তাকে আহত অবস্থায় দিঘলিয়া উপজেলা হাসপাতালে প্রেরন করে এবং প্রাথমীক চিকিৎসা প্রদান করে তাকে নিজ বাড়িতে ফিরিয়ে আনে কিন্তু ১৬/১০/২১ ইং সকাল আনুঃ ১০ টার দিকে সবুজ শেখ, লিমন শেখ, ও ইমুল শেখের নেতৃত্ব ৮/১০ জন সাংবাদিক শামীম এর বাড়িতে প্রবেশ করে এসময় শামীম ও তার ছোট্ট ভাই সুমন কে বাড়িতে না পেয়ে শামীম এর বাড়ির ১২বছরের কন্যা সন্তান সহ ৩ মহিলা কে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে শুরু করে এক পর্যায় সাংবাদিক শামীম বাইরে থেকে ফিরে উক্ত ঘটনা দেখে তার ব্যাবহারীত মোবাইল ফোন ০১৯১৩-৭১৪৫৬৭ থেকে দিঘলিয়া থানায় ওসি আহসান উল্লাহ চৌধুরী কে তার মোবাইল ফোনে বিষয় টি যানায় কিন্তু ১৬ ই অক্টোবর সাড়া দিন পার হয়ে গেলে ও পুলিশ ঘটনাস্থলে আসেনি একপর্যায়ে সাংবাদিক শামীম, তার ছোট্ট ভাই সুমন ও ছোট্ট ভাইয়ের বউ বিথী বেগম দিঘলিয়া থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেন।
No comments
please do not enter any spam link in the comment box.