যশোরে সহকর্মীর ৫টি মোবাইল চুরির অভিযোগে বার্বুচি আটক
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি//যশোরে চোরাই ৫টি মোবাইল ফোনসেটসহ তারেক হোসেন (২৫) নামে একটি রেস্তোরা বাবুর্চিকে আটক করেছে যশোর ডিবি পুলিশ।
তারেক বাঘারপাড়া উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের এলাহী মোল্লার ছেলে।ডিবি পুলিশ এই চোরাই মোবাইল ফোন উদ্ধার করতে গিয়ে চুরির অভিনব পন্থাও খুঁজে পায়। ওই তারেকই তার দুই পরিচিত চোরকে দিয়ে নিজেরটাসহ ৫ সহকর্মীর মোবাইল ফোন চুরি করায়।
ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানিয়েছেন, তারেক শহরের সিটি প্লাজায় ক্যাফে ডে লাইটের বাবুর্চি। ওই রেস্তার মালিকের ঘোপ সেন্ট্রাল রোডের আজাদের বাড়ির নিচতলায় একটি ফাস্টফুডের কারখানা আছে।ওই কারাখানায় থাকতো তারেকসহ ৬জন স্টাফ। ১৫/১৬ দিন আগে তার ভাগ্নে শাকিল ও সুমন নামে আরো এক চিহ্নিত চোরকে দিয়ে ৫জন সহকার্মীর মোবাইল ফোন চুরি করায়।
তারেক নিজের মোবাইল ফোনসেটটিও চুরি করায় যতে সন্দেহ করতে না পারে। পরে এই ঘটনা তদন্ত করতে গিয়ে পুলেরহাট থেকে তাকে আটক করা হয়।
এবং তার কাছ থেকে ৫ সহকর্মীর ৫টি মোবাইলে ফোনসেট উদ্ধার করা হয়। সেই সাথে নিজের মোবাইল ফোনসেটটিও উদ্ধার করা হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.