নড়াইলের লোহাগড়ায় গৃহবধূ গণধর্ষনের শিকার
এই ঘটনায় ধর্ষিতা নিজেই বাদী হয়ে লোহাগড়া থানায় ৪ জনকে আসামী করে ধর্ষণ মামলা দায়ের করেন মামলা নং ১৪ তারিখ ২৩/১০/২১ ইং।
এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের হেচলাগাতি গ্রামে গত (২২ অক্টোবর) রাত আনুমানিক ৩ টার দিকে ঐ গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে আসলে আগে থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের কালু মিয়ার নেতৃত্বে মশিয়ার শেখ, তরিকুল শেখ, হিমায়েত মোল্ল্যা গামছা দিয়ে মুখ বেঁধে বাড়ির দক্ষিণ পার্শ্বে মেহগনি বাগানের মধ্যে নিয়ে আসামি কালু উল্লেখিত আসামিদের সহযোগিতায় গৃহবধূকে ধর্ষণ করে।
ধর্ষিতার ভাসুর জিল্লু মোল্ল্যা বলেন, বাগানের লোকজনের কথার আওয়াজ শুনতে পেয়ে রাতে ঘুম থেকে উঠে বাগানের দিকে আসলে দেখি আমার ভায়ের স্ত্রী পড়ে আছে। তখন আমার ডাক চিৎকারে প্রতিবেশী লোকজন ছুটে আসলে ধর্ষকরা পালিয়ে যায়।
এলাকাবাসী ধর্ষিতাকে বিবস্ত্র ও অচেতন অবস্থায় উদ্ধার করে শাহজাহান শেখের বাড়িতে আনা হয়। সেখানে গ্রাম্য ডাক্তার ও লাহুড়িয়া পুলিশ ফাড়ির পুলিশের উপস্থিতিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে ধর্ষিতা নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষিতা নিজে বাদী হয়ে থানায় মামলা করেছে। পুলিশ আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
No comments
please do not enter any spam link in the comment box.