পাইকগাছায় মাদক,সন্ত্রাস সহ নানাবিধ অপরাধ প্রবনতা রোধে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত
আজ শনিবার সকাল ১০ টায় থানার সামনে থেকে র্যালী বের হয়ে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধু চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোঃ দাউদ শরীফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকরী পুলিশ সুপার সাইফুল ইসলাম,পাইকগাছা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান,পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এফ এম এ রাজ্জাক সমীরণ সাধু।
প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন। আবুল কালাম আজাদ, কওসার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, শাহজাদা আবু ইলিয়াস, আব্দুস ছালাম কেরু, কাজল কান্তি বিশ্বাস, অধ্যাক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, বক্তব্য রাখেন, এস আই অভিজিৎ বিশ্বাস, তাকবীর হোসাইন সহ পাইকগাছা থানার সকল পুলিশ অফিসার ও সদস্য বৃন্দ আরশাদ আলী বিশ্বাস, সায়েদ আলী মোড়ল কালাই, হাফিজুর রহমান, কুরবান আলী, শাহাবুদ্দীন শাহিন, জাকারিয়া আহম্মেদ শেখ হারুনুর রশীদ হিরু, সহ কমিউনিটি পুলিশের সকল ইউপির সভাপতি সম্পাদক সরকারী কর্মকর্তারা দলীয় নেতাকর্মী ও গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
No comments
please do not enter any spam link in the comment box.