খুলনার পাইকগাছায় মাহিম নামে তৃতীয় শ্রেনীর ছাত্র গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা
শেখ খায়রুল ইসলাম পাইকগাছা, প্রতিনিধি// পাইকগাছায় মাহিম (৯) নামে তৃতীয় শ্রেনীর ছাত্র গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করেছে। সে পৌর সভার ৯ নং ওয়ার্ডের আবু জাফরের ছেলে। ঘটনাটি সকাল সাড়ে নয়টায় নিজ বাড়িতে। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এলাকাবাসী ও থানা পুলিশ জানিয়েছেন,গতকাল মঙ্গলবার সকালে পৌরসভার ইলেট্রিক মিস্ত্র আবু জাফরের ছেলে তৃতীয় শ্রেনীর ছাত্র মাহিম সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফিরে ছোট বোন সহ কয়েকজন সহকর্মীর সাথে খেলছিল। তখন পিতা বাজারে দোকানে ও মাতা দুধ বিক্রির জন্য বাড়ির বাহিরে ছিল। এ সুযোগে খেলার সহপাঠিদের অন্য ঘরে পাঠিয়ে দিয়ে তাদের নিজ ঘরে বাঁশের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করে। পাশের ঘর থেকে মৃত্যু ফাহিমের দাদী শব্দ শুনে এগিয়ে এসে তাকে ঝুলতে দেখে। তাকে নামালে দাদীর কোলেই সে মারা যায়। এ ঘটনায় পাইকগাছা থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.