Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    জমে উঠেছে লোহাগড়া পৌর নির্বাচনের প্রচার, বাড়ছে সহিংসতা, ভোট ২ নভেম্বর

    মোঃ আলমগীর হোসেন, লোহাগড়া  (নড়াইল) প্রার্থীদের গনসংযোগ আর প্রচারে জমে উঠেছে নড়াইলের লোহাগড়া পৌরসভার আসন্ন নির্বাচন। নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়িতে বাড়িতে। প্রতিশ্রুতি দিচ্ছেন পরিচ্ছন্ন আধুনিক পৌরসভা গড়ার। 

    প্রত্যেকেই নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। ভোটাররা বলছেন সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন  তারা। গতকাল রবিবার  পৌর এলাকায় গিয়ে দেখা গেছে, শহরের রাস্তাঘাট, অলিগলি ও পাড়া-মহল্লা মিছিল আর শ্লোগানে মুখর। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। চায়ের দোকানে লোকজনের আলোচনার এক মাত্র বিষয় নির্বাচন। প্রার্থীরা ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন তাদের নির্বাচনী এলাকা। নির্বাচনে মেয়র পদে আওয়ামিলীগ, স্বতন্ত্র, ইসলামি আন্দোলন বাংলাদেশ, ওয়াকার্স পার্টির মনোনিত প্রার্থীরা অংশ নিচ্ছেন।

    আওয়ামিলীগ মনোনীত মেয়র প্রার্থী সৈয়দ মশিউর রহমান নৌকা প্রতিক নিয়ে মিছিল মিটিং সহ গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে সমানভাবে প্রতিটি ঘরে-ঘরে গিয়ে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতি বর্তমান মেয়র আশরাফুল আলম। তিনি বলেন, পুনরায় আমি মেয়র নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে লোহাগড়া পৌরসভার বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধান করবো এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। আমি সবার দোয়া ও সমথর্ন চাই। প্রত্যেক ভোটারকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি অভিযোগ করে বলেন, নৌকার সমর্থকরা আমার মোটরসাইকেল র‍্যালিতে বাধা প্রদান মারধোর করেছে এছাড়া একই দিনে ইমরান নামে আমার এক কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে একটা চোখ চিরতরে অন্ধ করে দিয়েছে এবং শিমুল নামে অপর একজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে। এছাড়াও আমার ব্যানার পোস্টার ছিড়ে ফেলে দিচ্ছে নৌকার সমর্থকরা। যতই মারধোর ভয়ভীতি প্রদর্শন করুক না কেন এ নির্বাচনে আমি অংশ নিবো এবং বিজয়ী হবো ইনশাআল্লাহ। একইভাবে নিজ নিজ প্রতিকে ভোট প্রার্থনা করে পাড়া-মহল্লা ঘুরে বেড়াচ্ছেন পুরুষ কাউন্সিলর প্রার্থীরা। পিছিয়ে নেই সংরক্ষীত মহিলা প্রার্থীরা। তারাও ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করেছেন। ৩ নং সংরক্ষীত মহিলা কাউন্সিলর প্রার্থী রাজিয়া সুলতানা বিউটি বলেন, আমি মানুষের জন্য সবসময় কাজ করি। মানুষের বিপদে-আপদে পাশে দাড়ায়।

    ভোটাররা আমাকে বঞ্চিত করবেন না বলে আশা রাখি। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন জানান, আগামী  ২ নভেম্বর ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম)  মাধ্যমে প্রথমবারের মতো লোহাগড়া পৌরসভায় ভোট গ্রহন হবে। নির্বাচনে মেয়র পদে ৪ জন, সাধারন কাউন্সিলর পদে ৪০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,  এবার লোহাগড়া পৌরসভার ভোটার ২৩ হাজার ৭৩৭ জন। এর মধ্যে পুরুষ ১১হাজার ৫৭৭ জন এবং মহিলা ১২ হাজার ১৬০ জন। ভোট কেন্দ্র ১১ টি ও কক্ষ ৭১ টি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীন বলেন, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেব লোহাগড়া বাসীকে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)শেখ আবু হেনা মিলন বলেন, পুলিশ শতভাগ নিরপেক্ষ ভুমিকা পালন করবে। পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হবে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad