নড়াইলে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
মোঃ আলমগীর হোসেন, লোহাগড়া (নড়াইল)// নড়াইলে অস্ত্র মামলায় নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামের জাকির তালুকদারকে (৪৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (২৫ অক্টোবর) সকালে স্পেশাল ট্রাইব্যাল -১ এর বিচারক মুন্সি মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। জাকির ওরফে লিয়াকত হোসেন কলাবাড়িয়া গ্রামের শামসুল হক শ্যাম তালুকদারের ছেলে।
রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরনে বলা হয়েছে, ২০১৬ সনের ১২ আগষ্ট নড়াইলের নড়াগাতি থানার কান্দরী শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে দেশি তৈরি ওয়ান শুটারগান ও ৫ রাউন্ড শুটারগানের গুলিসহ জাকির তালুকদারকে আটক করে র্্যাব- ৬ এর একটি দল। এ ঘটনায় অস্ত্র আইনে নড়াগাতী থানায় একটি মামলা হয়। সাক্ষীদের সাক্ষ্য-প্রমান শেষে জাকির তালুকদারকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়া হয়। এছাড়া জব্দকৃত আলামত বাজেয়াপ্ত করে জেলা পুলিশ লাইন্সের অস্ত্রাগারে জমা দেয়ার কথা বলা হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.