যশোর শার্শা সীমান্তে ৭০ বোতল ফেন্সিডিল সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি//যশোরের শার্শা সীমান্তে থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ জুয়েল (৩৩)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা( ডিবি) পুলিশ।
আটক আসামী হলেন,বেনাপোল পোটথানাধীন ভবেরবেড় গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে জুয়েল(৩৩)রবিবার (২৪ অক্টোবর) রাতে ডিবি যশোরের এসআই শামীম হোসেন, এএসআই আজাহারুল ইসলামদ্বয়ের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে। শার্শা থানাধীন নাভারণ সাতক্ষীরা মোড়স্থ খাঁন থাইগ্লাস এসএস এন্ড হার্ডওয়ার এর সামনে বটগাছের নিচে হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী জুয়েল মিয়াকে ৭০বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত আলামতের মূল্য ২,১০,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই শামীম হোসেন বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেন। শার্শা থানার মামলা নং-২০, তাং-২৪/১০/২০২১ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিল ১৪(গ) রুজু হয় যশোরের গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় মামলা রুজু হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.